প্রেজেন্টেশন তৈরির ৫টি সফটওয়্যার

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ১০: ৩৯

সেমিনার থেকে শুরু করে আলোচনা সভা, স্কুল-কলেজের ক্লাস কিংবা বিভিন্ন করপোরেট কাজে আজকাল প্রেজেন্টেশন দিতেই হয়। প্রেজেন্টেশনের সময় দর্শকেরা কথা শোনার চেয়ে দেখতে বেশি পছন্দ করেন। তাই প্রেজেন্টেশন স্লাইড আকর্ষণীয় কিন্তু কম তথ্যবহুল হতে হয়। তথ্যগুলো এমনভাবে স্লাইডে থাকবে, যাতে দর্শক সহজেই আপনার মূল কথা বুঝতে পারে। এ কারণে প্রেজেন্টেশন সফটওয়্যারগুলোর চাহিদাও অনেক।

প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে আমরা শুধু মাইক্রোসফটের পাওয়ারপয়েন্ট সম্পর্কে জানলেও এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক প্রেজেন্টেশন সফটওয়্যার রয়েছে। আর তেমনই পাঁচটি সহজলভ্য ও কার্যকরী সফটওয়্যার নিয়ে আমাদের আজকের আয়োজন।

মাইক্রোসফট সোয়ে
মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের বিকল্প হিসেবে এই মাইক্রোসফট সোয়ে ব্যবহার করা হয়। মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বিনা মূল্যে এই অনলাইন প্রেজেন্টেশন সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করাও খুবই সহজ। চাইলে আপনার স্লাইড ফেসবুক, লিংকডইন ও টুইটারে ডিরেক্ট শেয়ারও করতে পারবেন। এতে আছে অডিও, ভিডিওসহ নানান এলিমেন্ট যুক্ত করার সুবিধা।

জোহো শো
বলা হয়ে থাকে জোহো শো মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকে মিমিক করে বানানো হয়েছে। এটি ব্যক্তিগত ব্যবহারের চেয়ে দলগত কাজের জন্য বেশি ব্যবহার করা হয়। ফ্রি ভার্সনে আপনি সর্বোচ্চ পাঁচজনকে একটা দলে যুক্ত করতে পারবেন। এখানে বিভিন্ন থিম পাবেন। আপনি বিনা মূল্যে এই সফটওয়্যার ব্যবহার করতে পারলেও, প্রিমিয়াম সুবিধার জন্য আপনাকে মাসে ১.২৫ ডলার দিতে হবে।

ক্যানভা
যাঁরা খুব চটজলদি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে চান, তাঁদের জন্য ক্যানভা আদর্শ একটি সফটওয়্যার। এর ফ্রি ভার্সনেও আপনি অসংখ্য প্রেজেন্টেশন টেমপ্লেট পেয়ে যাবেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো কাস্টমাইজেশন। হাজারের বেশি প্রিমিয়াম ফন্ট, কালার প্যালেট, স্টিকার, এলিমেন্টস, অ্যানিমেশন, ভিডিও, টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন। 

প্রেজি
সাধারণত প্রেজেন্টেশনের স্লাইডগুলোর ট্রানজিশন লাইন বাই লাইন হয়ে থাকে। কিন্তু প্রেজিতে একই স্লাইডের মধ্যে টপিক এবং সাব-টপিক থাকে। আর আপনাকে জুম করে সেই সাব-টপিকে যেতে হয়। ফলে স্লাইড এলোমেলো হয়ে যায় না। ফ্রি ভার্সনে আপনি লিমিটেড রিসোর্স ব্যবহার করতে পারবেন। আর পেইড ভার্সন ব্যবহার করতে চাইলে মাসিক খরচ ১৫-১৯ ডলার। 

গুগল স্লাইডস
আপনি নিজের গুগল অ্যাকাউন্ট দিয়েই গুগল স্লাইডসে লগইন করতে পারবেন। এটার সেটআপ অনেকটা পাওয়ারপয়েন্টের মতোই। বিনা মূল্যেই এর সব সুবিধা আপনি নিতে পারবেন। যদিও এখানে খুব বেশি রেডিমেড টেমপ্লেট নেই, তাই আপনাকেই সব বানাতে হবে।

অনুবাদ: মুসাররাত আবির

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত