Ajker Patrika

খালে-বিলে জলাবদ্ধতায় বোরো চাষে দেরির শঙ্কা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫: ১৮
খালে-বিলে জলাবদ্ধতায় বোরো চাষে দেরির শঙ্কা

সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা, মিঠাবাড়ী, শাকদহ ও দক্ষিণ বিলের শত শত হেক্টর জমির পানি নিষ্কাশিত না হওয়ায় জলাবদ্ধতার কবলে পড়েছেন বোরো চাষিরা। এ কারণে নগরঘাটায় এবারও বোরো ধান রোপণে বিলম্ব হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

জানা গেছে, জলাবদ্ধ এসব অঞ্চলের পানি নিষ্কাশনের পথ হলো বেতনা নদী ও শ্রীজাঙ্গাল খাল। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি অপরিকল্পিতভাবে খালের পাশ দিয়ে চিংড়িঘের গড়ে তোলা এবং নদীতে নেট পাটা ব্যবহার করছেন। এতে নদী ও খাল ভরাট হয়ে যাচ্ছে, যা জলাবদ্ধতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় চাষি জাহাঙ্গীর হোসেন জানান, নগরঘাটা বিলের গাবতলা, খানপাড়া, হাজরাতলা, পালপাড়া, নিমতলা, রথখোলা, কাপাসডাঙ্গা, আসাননগর, হরিণখোলা, গোয়ালপোতাসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত। এসব অঞ্চলের কোল ঘেঁষে বয়ে গেছে পানি নিষ্কাশনের একমাত্র শ্রীজাঙ্গাল খাল। এই খাল আজ ময়লা-আবর্জনা ও কচুরিপানায় পরিপূর্ণ। এই খাল দিয়ে পানি সরাসরি গিয়ে পড়ে বেতনা নদীতে। কিন্তু কালের বিবর্তনে বেতনা নদী আজ হারিয়েছে তার নাব্যতা।

ইতিমধ্যে নগরঘাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে খালবিলের নেট-পাটা অপসারণের জন্য মাইকিং করা হয়েছে। তবু কিছু স্বার্থান্বেষী মহল জনপ্রতিনিধিদের নির্দেশ অমান্য করে সম্পূর্ণ অবৈধ পন্থায় মাছ ধরার জন্য খালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেট-পাটা বসিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এদিকে চিংড়িঘেরের মালিকেরা তাঁদের ঘেরের পানি সেচে খালে ফেলা শুরু করেছেন। এতে খালের পানি দিনে দিনে বাড়ছে। নিম্ন এলাকায় বোরো ধান চাষাবাদের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে সামনে বোরো ধান রোপণে বিলম্ব হতে পারে বলে মনে করছেন কৃষকেরা। অনেক কৃষক বোরো চাষের জন্য সেচ দিয়ে পানি নিষ্কাশন করার চেষ্টা করে যাচ্ছেন।

এ অবস্থায় এলাকাবাসী উক্ত পানি নিষ্কাশনের একমাত্র খালটির অবৈধ নেট-পাটা অপসারণসহ খালটি উন্মুক্ত করার জন্য জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, হাড়কাটা থেকে শ্রীজাঙ্গাল পর্যন্ত খাল খনন করলে জলাবদ্ধতা কমে যাবে। বিষয়টি তালা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত