টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ঘুষ নেওয়ার অভিযোগে বন বিভাগের দুই প্রহরীকে বরখাস্ত এবং চেকপোস্টে দায়িত্বরত পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার পাঁচবিক্রমাটি এলাকায় গত সোমবার রাতে বনজসম্পদ পাচার রোধে চেকপোস্ট বসায় টাঙ্গাইল বন বিভাগ। ওই চেকপোস্ট এলাকায় ছদ্মবেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাঙ্গাইল অফিসের একটি এনফোর্সমেন্ট টিম অবস্থান নেয়। সন্ধ্যায় তাঁরা ট্রাকে করে কাঠ পাচারের সময় একটি ট্রাক থেকে ২ হাজার ৬০০ টাকা ঘুষ নিতে দেখেন। এ সময় ছদ্মবেশে থাকা দুদকের সদস্যরা দুজন বনপ্রহরী ও এক শ্রমিককে হাতেনাতে আটক করেন।
এ বিষয়ে দুদক টাঙ্গাইলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল বন বিভাগের বসানো চেকপোস্টে টাকার বিনিময়ে বনজসম্পদ পাচারে সহযোগিতা করা হয়। তাই সোমবার রাতে আমাদের একটি দল ছদ্মবেশে বন বিভাগের চেকপোস্টের কাছে অবস্থান নেয়। এ সময় কাঠভর্তি ট্রাক থেকে টাকা নেওয়ায় তিনজনকে আটক করেন তাঁরা।’
আটক ব্যক্তিরা বন বিভাগের আউটসোর্সিংয়ে দায়িত্বপ্রাপ্ত বিধায় তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ না নিয়ে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান জানান, দুদকের হাতে আটক দুজন বনপ্রহরী ও অন্যজন শ্রমিক। বনপ্রহরী দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘুষ লেনদেনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ওই চেকপোস্টে দায়িত্ব পালনরত আরও পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।
টাঙ্গাইলে ঘুষ নেওয়ার অভিযোগে বন বিভাগের দুই প্রহরীকে বরখাস্ত এবং চেকপোস্টে দায়িত্বরত পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার পাঁচবিক্রমাটি এলাকায় গত সোমবার রাতে বনজসম্পদ পাচার রোধে চেকপোস্ট বসায় টাঙ্গাইল বন বিভাগ। ওই চেকপোস্ট এলাকায় ছদ্মবেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাঙ্গাইল অফিসের একটি এনফোর্সমেন্ট টিম অবস্থান নেয়। সন্ধ্যায় তাঁরা ট্রাকে করে কাঠ পাচারের সময় একটি ট্রাক থেকে ২ হাজার ৬০০ টাকা ঘুষ নিতে দেখেন। এ সময় ছদ্মবেশে থাকা দুদকের সদস্যরা দুজন বনপ্রহরী ও এক শ্রমিককে হাতেনাতে আটক করেন।
এ বিষয়ে দুদক টাঙ্গাইলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল বন বিভাগের বসানো চেকপোস্টে টাকার বিনিময়ে বনজসম্পদ পাচারে সহযোগিতা করা হয়। তাই সোমবার রাতে আমাদের একটি দল ছদ্মবেশে বন বিভাগের চেকপোস্টের কাছে অবস্থান নেয়। এ সময় কাঠভর্তি ট্রাক থেকে টাকা নেওয়ায় তিনজনকে আটক করেন তাঁরা।’
আটক ব্যক্তিরা বন বিভাগের আউটসোর্সিংয়ে দায়িত্বপ্রাপ্ত বিধায় তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ না নিয়ে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান জানান, দুদকের হাতে আটক দুজন বনপ্রহরী ও অন্যজন শ্রমিক। বনপ্রহরী দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘুষ লেনদেনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ওই চেকপোস্টে দায়িত্ব পালনরত আরও পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে