Ajker Patrika

হৃদরোগে আক্রান্ত হয়ে সদস্য প্রার্থীর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ০৮
হৃদরোগে আক্রান্ত হয়ে সদস্য  প্রার্থীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আব্দুল আজিজ (৫৭) নামে এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। তিনি খোয়াজখামার গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। গত সোমবার বিকেলে তিনি মারা যান। আজিজার চতুর্থ ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ বিকেলে ধামশ্রেণি বাজার থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব জানান, ধামশ্রেণি ইউনিয়নের ৩ সম্বর ওয়ার্ডে সদস্য পদে আব্দুল আজিজ নামে এক ব্যক্তি গত ১৫ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দেননি। মনোনয়নপত্র জমা না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি প্রার্থী হিসেবে বিবেচিত হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত