গাজী আবদুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়ায় প্রশাসনের অভিযানেও থামছে না চিংড়িতে জেলি পুশ। অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চিংড়ির ওজন বাড়াতে এই তরল পদার্থ মেশান। এসব চিংড়ি ইউরোপে রপ্তানির ফলে সেখানে দেশের সুনাম নষ্ট হচ্ছে। বিভিন্ন সময় বাতিল হচ্ছে শিপমেন্ট। এদিকে বাতিল হওয়া শিপমেন্টের চিংড়ি পরে দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চিংড়িতে অপদ্রব্য পুশ করা বন্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও ফল মিলছে না। গত ২৮ সেপ্টেম্বর কাজী সামসুর রহমান মৎস্য আড়তে চিংড়িতে জেলি পুশ করায় ৪০ হাজার টাকা জরিমানা ও ৩ হাজার কেজি চিংড়ি কেরোসিন মিশিয়ে বিনষ্ট করা হয়।
গত ৩০ আগস্ট মালতিয়া মোড়ে মিজানুর রহমানের ডিপোতে চিংড়িতে জেলি পুশ করায় ৫ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি চিংড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। গত ১ আগস্ট কাঁঠালতলা বাজারে বকুল জোয়ারদারের ডিপোয় জেলিতে চিংড়ি ভিজিয়ে রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ওই ডিপোয় চিংড়ি বিক্রি করতে আসা ব্যবসায়ী স্বপন মণ্ডলের চিংড়ি পরীক্ষা করে জেলি পাওয়ায় তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গত ২৭ জুলাই আঠারমাইল বাজার মৎস্য আড়তে চিংড়িতে জেলি পুশ করায় তিনজনকে জেল-জরিমানা ও ১৫০ কেজি মাছ নদীতে ফেলে দেওয়া হয়। গত ২৫ জুলাই চিংড়িতে জেলি পুশ করায় এক ব্যক্তিকে ৭ দিনের জেল এবং আরেকজনকে ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত।
ডুমুরিয়া অঞ্চলে হাজার হাজার চিংড়ি প্রক্রিয়াজাতের ডিপো রয়েছে। এখানকার কিছু ডিপোতে চিংড়িতে জেলি পুশ করার অভিযোগ রয়েছে। কেজিতে ১০০-২০০ গ্রাম জেলি পুশ করা হয়। এতে গ্রেড হিসেবে দাম বেড়ে যায়। অসাধু ব্যবসায়ীরা অপদ্রব্য ঢুকিয়ে এসব মাছ বিভিন্ন কোম্পানিতে বিক্রি করেন।
এসব মাছ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি ফেরত দিলে তা চলে যায় দিনাজপুর, পঞ্চগড়, বগুড়া, ঢাকার সাভার, সদরঘাট, কারওয়ান বাজার, চট্টগ্রাম, চাঁদপুর, কক্সবাজার, পটুয়াখালী ও ফেনীসহ দেশের বিভিন্ন বাজারে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশের চিংড়ির অন্যতম বাজার ফ্রান্স, চীন, জাপান, ইতালি, যুক্তরাজ্য, রাশিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম, তাইওয়ান, ডেনমার্ক, আয়ারল্যান্ড, সুইডেন, মরিশাস, সংযুক্ত আরব-আমিরাত, পর্তুগাল, অস্ট্রিয়া, সাইপ্রাস ও ডোমিনিকান রিপাবলিক।
র্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ বলেন, অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করে ওজন বাড়ান। তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে মৎস্য বিভাগ সক্রিয় রয়েছে।
খুলনার ডুমুরিয়ায় প্রশাসনের অভিযানেও থামছে না চিংড়িতে জেলি পুশ। অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চিংড়ির ওজন বাড়াতে এই তরল পদার্থ মেশান। এসব চিংড়ি ইউরোপে রপ্তানির ফলে সেখানে দেশের সুনাম নষ্ট হচ্ছে। বিভিন্ন সময় বাতিল হচ্ছে শিপমেন্ট। এদিকে বাতিল হওয়া শিপমেন্টের চিংড়ি পরে দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চিংড়িতে অপদ্রব্য পুশ করা বন্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও ফল মিলছে না। গত ২৮ সেপ্টেম্বর কাজী সামসুর রহমান মৎস্য আড়তে চিংড়িতে জেলি পুশ করায় ৪০ হাজার টাকা জরিমানা ও ৩ হাজার কেজি চিংড়ি কেরোসিন মিশিয়ে বিনষ্ট করা হয়।
গত ৩০ আগস্ট মালতিয়া মোড়ে মিজানুর রহমানের ডিপোতে চিংড়িতে জেলি পুশ করায় ৫ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি চিংড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। গত ১ আগস্ট কাঁঠালতলা বাজারে বকুল জোয়ারদারের ডিপোয় জেলিতে চিংড়ি ভিজিয়ে রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ওই ডিপোয় চিংড়ি বিক্রি করতে আসা ব্যবসায়ী স্বপন মণ্ডলের চিংড়ি পরীক্ষা করে জেলি পাওয়ায় তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গত ২৭ জুলাই আঠারমাইল বাজার মৎস্য আড়তে চিংড়িতে জেলি পুশ করায় তিনজনকে জেল-জরিমানা ও ১৫০ কেজি মাছ নদীতে ফেলে দেওয়া হয়। গত ২৫ জুলাই চিংড়িতে জেলি পুশ করায় এক ব্যক্তিকে ৭ দিনের জেল এবং আরেকজনকে ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত।
ডুমুরিয়া অঞ্চলে হাজার হাজার চিংড়ি প্রক্রিয়াজাতের ডিপো রয়েছে। এখানকার কিছু ডিপোতে চিংড়িতে জেলি পুশ করার অভিযোগ রয়েছে। কেজিতে ১০০-২০০ গ্রাম জেলি পুশ করা হয়। এতে গ্রেড হিসেবে দাম বেড়ে যায়। অসাধু ব্যবসায়ীরা অপদ্রব্য ঢুকিয়ে এসব মাছ বিভিন্ন কোম্পানিতে বিক্রি করেন।
এসব মাছ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি ফেরত দিলে তা চলে যায় দিনাজপুর, পঞ্চগড়, বগুড়া, ঢাকার সাভার, সদরঘাট, কারওয়ান বাজার, চট্টগ্রাম, চাঁদপুর, কক্সবাজার, পটুয়াখালী ও ফেনীসহ দেশের বিভিন্ন বাজারে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশের চিংড়ির অন্যতম বাজার ফ্রান্স, চীন, জাপান, ইতালি, যুক্তরাজ্য, রাশিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম, তাইওয়ান, ডেনমার্ক, আয়ারল্যান্ড, সুইডেন, মরিশাস, সংযুক্ত আরব-আমিরাত, পর্তুগাল, অস্ট্রিয়া, সাইপ্রাস ও ডোমিনিকান রিপাবলিক।
র্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ বলেন, অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করে ওজন বাড়ান। তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে মৎস্য বিভাগ সক্রিয় রয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে