Ajker Patrika

সাহসী বালকের গল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৩: ৪৫
সাহসী বালকের গল্প

তোমার মতোই স্কুলপড়ুয়া এক বন্ধুর গল্প শোনাব আজ। তার নাম হ্যানস। সে হল্যান্ডের এক ছোট্ট গ্রামে থাকত। হ্যানস ছিল দরিদ্র পরিবারের ছেলে। বাসার বিভিন্ন কাজে সাহায্য করত সে। খুব ভোরে ঘুম থেকে উঠে আগুন জ্বালানোর কাঠ ও পানি আনার জন্য সে বাইরে চলে যেত। তারপর স্কুলে যেত।

হ্যানসদের গ্রামটি ছিল সাগরের তুলনায় নিচু জায়গায়। সাগরের পানি যেন গ্রামকে ডোবাতে না পারে সে জন্য সেখানে উঁচু ও শক্ত প্রাচীর ছিল। স্কুল থেকে ফেরার পথে এক রংবেরঙের পাখির কথা ভাবতে ভাবতে তার চোখ পড়ল প্রাচীরের দিকে। প্রাচীরের গায়ে ফুটো। সেই ফুটো দিয়ে পানি বের হয়ে আসছে। সে আশপাশে তাকিয়ে দেখল কেউ নেই। বুদ্ধি করে নিজে মাটি দিয়ে ফুটো বন্ধ করার চেষ্টা করল সে। কিন্তু তবুও পানি আসছে।

উপায় না দেখে ছিদ্রের ভেতর হাত ঢুকিয়ে দিল হ্যানস। কিছুক্ষণের জন্য রক্ষা পেলেও, সেটা স্থায়ী হলো না। সে পুরো হাতটাকে ছিদ্রের ওপর চেপে ধরল এবং সারা রাত সেভাবেই থাকল। তারপর কী হলো? হ্যানস কি বেঁচে ছিল? এসব জানতে বইটি পড়তে হবে। এ বইটিতে অদলবদল, রাজা আলফ্রেড ও কয়েকটি পিঠা, একটি লেজকাটা শিয়ালসহ ১০টি গল্প আছে।

বই: সাহসী বালক হ্যানস ও অন্যান্য গল্প

মূল গল্প: আই. মরিস

অনুবাদ: ইফতেখার শিবলী

প্রকাশক: প্রতিভা প্রকাশ

দাম: ১৬০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত