Ajker Patrika

শিক্ষার্থী নির্যাতন মামলায় ছাত্রলীগ নেতার জামিন

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১২: ৪৬
শিক্ষার্থী নির্যাতন মামলায় ছাত্রলীগ নেতার জামিন

সাতক্ষীরার তালার এক কলেজছাত্রকে অপহরণের পর নির্যাতন ও তাঁকে ন্যাড়া করে দেওয়ার ভিডিওচিত্র ধারণের মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব গ্রেপ্তারের ২০ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরার বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মহিদুল ইসলাম তাঁকে ২ হাজার টাকা বন্ডে জামিনে মুক্তির আদেশ দেন।

এর আগে গত বুধবার সন্ধ্যায় সৈয়দ আকিবকে তালা থানা-পুলিশ খুলনার ডুমুরিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। সৈয়দ আকিব তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের বাসিন্দা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ ফকরুল ইসলাম খান বলেন, প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময়কে অমানুষিক নির্যাতন করার ঘটনায় প্রধান আসামি সৈয়দ আকিবকে ডুমুরিয়া থেকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তালা সদর ইউনিয়নের সাবেক আহ্বায়ক। এ ঘটনায় জড়িত অপর ৪ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাতক্ষীরার বিচারিক হাকিম তৃতীয় আদালতের দায়িত্বপ্রাপ্ত কোর্ট উপপরিদর্শক (সিএসআই) হাবিবুর রহমান জানান, সৈয়দ আকিবের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তিনি তাঁর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মহিদুল ইসলাম তাঁকে দুই হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। জাামিন নামার কাগজ জমা দিয়েই কোর্ট গারদ থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাজীব রায় চৌধুরী সঞ্জয়।

উল্লেখ্য, জাতপুর গ্রামের শোয়েব আজিজ তন্ময়কে তার এক বন্ধু গত রোববার দুপুরে তালা সরকারি কলেজ হোস্টেলের একটি কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব ও তাঁর সহযোগীরা শোয়েবকে নির্যাতন করে। তাঁকে বিবস্ত্র করে মাথা ন্যাড়া করে দেয় এবং ভিডিও চিত্র ধারণ করে। এ ঘটনায় শোয়েবের পিতা থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত