ফয়সাল পারভেজ, মাগুরা
মাগুরায় পাটের দাম কমে গেছে। ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন সোনালি আঁশ খ্যাত পাট নিয়ে। এক সপ্তাহ হলো পাট বিক্রি করতে পারছেন না তাঁরা।
মাগুরা পাটের বড় আড়তদার এবং পাইকারি হাট নতুন বাজার এলাকা। সেখানের ব্যবসায়ীরা জানান, পাটের দাম এখন কমের দিকে। যেখানে পাট কৃষক ও ছোট ব্যবসায়ী থেকে তাঁরা কিনেছেন ৩৪০০ টাকা মন। গত এক সপ্তাহ ধরে দাম কমে গেছে মণ প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা।
জেলা পাট সমিতির সহসভাপতি উদয় শংকর সাহা বলেন, পাট যারা জেলা থেকে কেনেন তাঁর প্রায় বেশির ভাগ রপ্তানি হয়। ইউক্রেন, পোল্যান্ড এবং রাশিয়াতে পাটের চাহিদা অনেক। আমাদের মাগুরা থেকে প্রতি মৌসুমে ব্যাপক হারে পাট ক্রয় করেন বড় ব্যবসায়ীরা। তাঁরা গত এক সপ্তাহ ধরে পাট কিনতে চাইছেন না।
এই ব্যবসায়ী জানান, বড় ব্যবসায়ীরা যারা মাগুরা থেকে ট্রাক ভরে পাট কিনতেন তারা এখন আর কিনছেন না। যদিও বা কেউ কিনতে চাইছে কিন্তু দাম মণে ৫০০ টাকা কম দিচ্ছেন। ফলে এক সপ্তাহে কয়েক লাখ টাকা ক্ষতি গুনতে হয়েছে।
নতুন বাজার এলাকায় প্রধান সড়কে পাশে এসব পাইকার আড়তে পাট পড়ে থাকতে দেখা গেছে। পুরো এলাকায় যেখানে পাট কেনাবেচায় ব্যস্ত থাকার কথা সেখানে কিছু ভ্যানে করে প্রান্তিক কৃষকেরা পাট বিক্রি করতে দেখা গেছে। এমনই একজন কৃষক শাহজাহার শিকদার। ভ্যান নিজে চালিয়ে শহরে এসেছেন পাট বিক্রি করতে।
মাগুরা ভুসি মাল ও পাট সমিতির সভাপতি আব্দুস সালাম জানান, সমিতির প্রতিটি ব্যবসায়ীর দিন যাচ্ছে খারাপ। পাট বিক্রি বলা যায় অনেকটাই কম। এর জন্য আমরা বেশ কিছু বড় ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা বলেছেন পাট দেশের বাইরে তেমন একটা যাচ্ছে না। বিশেষ করে ইউরোপে। এর মধ্যে ইউক্রেন ও রাশিয়াতে কিন্তু পাটের চাহিদা অনেক। সেখানে তো যুদ্ধ চলছে। তাই পাট এই প্রান্তিক জায়গা থেকে বিক্রি হচ্ছে না। যা হচ্ছে তাতে দাম খারাপ। প্রতি মনে ৪০০ থেকে ৫০০ টাকা ক্ষতি গুনতে হচ্ছে আমাদের।
কৃষি অধিদপ্তের উপ-পরিচালক ড. হায়াৎ মাহমুদ জানান, বিশ্বের কয়েকটি দেশে আমাদের পাট যায়। এই মুহুর্তে পাটের দাম কম কেন সে বিষয়ে আমি নিশ্চিত নই।
মাগুরায় পাটের দাম কমে গেছে। ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন সোনালি আঁশ খ্যাত পাট নিয়ে। এক সপ্তাহ হলো পাট বিক্রি করতে পারছেন না তাঁরা।
মাগুরা পাটের বড় আড়তদার এবং পাইকারি হাট নতুন বাজার এলাকা। সেখানের ব্যবসায়ীরা জানান, পাটের দাম এখন কমের দিকে। যেখানে পাট কৃষক ও ছোট ব্যবসায়ী থেকে তাঁরা কিনেছেন ৩৪০০ টাকা মন। গত এক সপ্তাহ ধরে দাম কমে গেছে মণ প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা।
জেলা পাট সমিতির সহসভাপতি উদয় শংকর সাহা বলেন, পাট যারা জেলা থেকে কেনেন তাঁর প্রায় বেশির ভাগ রপ্তানি হয়। ইউক্রেন, পোল্যান্ড এবং রাশিয়াতে পাটের চাহিদা অনেক। আমাদের মাগুরা থেকে প্রতি মৌসুমে ব্যাপক হারে পাট ক্রয় করেন বড় ব্যবসায়ীরা। তাঁরা গত এক সপ্তাহ ধরে পাট কিনতে চাইছেন না।
এই ব্যবসায়ী জানান, বড় ব্যবসায়ীরা যারা মাগুরা থেকে ট্রাক ভরে পাট কিনতেন তারা এখন আর কিনছেন না। যদিও বা কেউ কিনতে চাইছে কিন্তু দাম মণে ৫০০ টাকা কম দিচ্ছেন। ফলে এক সপ্তাহে কয়েক লাখ টাকা ক্ষতি গুনতে হয়েছে।
নতুন বাজার এলাকায় প্রধান সড়কে পাশে এসব পাইকার আড়তে পাট পড়ে থাকতে দেখা গেছে। পুরো এলাকায় যেখানে পাট কেনাবেচায় ব্যস্ত থাকার কথা সেখানে কিছু ভ্যানে করে প্রান্তিক কৃষকেরা পাট বিক্রি করতে দেখা গেছে। এমনই একজন কৃষক শাহজাহার শিকদার। ভ্যান নিজে চালিয়ে শহরে এসেছেন পাট বিক্রি করতে।
মাগুরা ভুসি মাল ও পাট সমিতির সভাপতি আব্দুস সালাম জানান, সমিতির প্রতিটি ব্যবসায়ীর দিন যাচ্ছে খারাপ। পাট বিক্রি বলা যায় অনেকটাই কম। এর জন্য আমরা বেশ কিছু বড় ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা বলেছেন পাট দেশের বাইরে তেমন একটা যাচ্ছে না। বিশেষ করে ইউরোপে। এর মধ্যে ইউক্রেন ও রাশিয়াতে কিন্তু পাটের চাহিদা অনেক। সেখানে তো যুদ্ধ চলছে। তাই পাট এই প্রান্তিক জায়গা থেকে বিক্রি হচ্ছে না। যা হচ্ছে তাতে দাম খারাপ। প্রতি মনে ৪০০ থেকে ৫০০ টাকা ক্ষতি গুনতে হচ্ছে আমাদের।
কৃষি অধিদপ্তের উপ-পরিচালক ড. হায়াৎ মাহমুদ জানান, বিশ্বের কয়েকটি দেশে আমাদের পাট যায়। এই মুহুর্তে পাটের দাম কম কেন সে বিষয়ে আমি নিশ্চিত নই।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে