Ajker Patrika

নান্দাইলে সরকারি গাছ কাটার অভিযোগ

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৫: ১৯
নান্দাইলে সরকারি গাছ কাটার অভিযোগ

নান্দাইলে সরকারি দুটি রেইনট্রি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আত্মারামপুর গ্রামের তোফায়েল মিয়ার বিরুদ্ধে। গাছ ২টির মূল্য ১৫ হাজার টাকা বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি হলে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক সার্ভেয়ার ও ইউনিয়ন নায়েবকে নিয়ে রাস্তা মেপে সীমানা নির্ধারণ করা হয়। এতে রাস্তার পাশে থাকা ২৪টি গাছ সরকারি হিসাবে শনাক্ত করে গাছে নম্বর লাগানো হয়। সম্প্রতি বৃষ্টিতে সরকারি ১ ও ২ নম্বর রেইনট্রি গাছ উপড়ে পড়ে রাস্তার ওপর। সেই গাছ দুটি তোফায়েল মিয়া পাশের এলাকার মজিবুর রহমানের কাছে বিক্রি করে দেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তায় পাশে ১ ও ২ নম্বর গাছের গুঁড়ি পড়ে আছে। ৩ নম্বর গাছটিও ঝড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে।

এ বিষয়ে তোফায়েল মিয়া বলেন, ‘বৃষ্টিতে গাছ পড়ে গেছে, চেয়ারম্যানকে জানাইছি; তিনি গাছ কেটে বিক্রি করতে বলেছেন। আমি গুঁড়িগুলো বিক্রি করে দিছি।’

বীর বেতাগৈর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উসমান গণি বলেন, ‘সরকারি গাছ কাটার বিষয়ে আমি জানি না। আমাকে কিছুই জানানো হয়নি।’

বীর বেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ‘আমি কাউকে নির্দেশ দিইনি সরকারি গাছ কাটার। তোফায়েল যা বলেছে তা ঠিক বলেনি। আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে দেখব।’

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত