বিনোদন প্রতিবেদক
গত বছর ১৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। নতুন কর্ম পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়েছে একটি বছর। এখন ব্যস্ত বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়ে। এরই মধ্যে জানালেন নিজের অভিনীত ছবির খবর। আফসানা মিমি অভিনীত দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’, অন্যটি নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’।
এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘পাপ-পুণ্য’। আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। ছবিতে মিমি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সিয়ামের সঙ্গে। মিমি বলেন, ‘আমার জন্য “পাপ-পুণ্য” ছবিতে অভিনয় করাটা ছিল ভীষণ আনন্দের। কারণ আমার খুব ইচ্ছা ছিল চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করার। চঞ্চলেরও ইচ্ছা ছিল আমার সঙ্গে অভিনয়ের। এ ছবিতে আমাদের সেই শখ পূরণ হয়েছে। অন্যদিকে সিয়ামের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম চয়নিকা চৌধুরীর পরিচালনায়। আমার মনে হয়েছিল, আমি তাতে ভালো অভিনয় করতে পারিনি। পরে এক দিন সিয়ামের সঙ্গে দেখা হলে আমিই বললাম, সিয়াম, আমাদের আরেকটি ভালো কাজ করতে হবে। সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে এ ছবিতে। “পাপ-পুণ্য”র শুটিং করেছি চাঁদপুরে। আর “পাতালঘর” ছবির শুটিং করেছি গত বছর রাজবাড়ীর পাংশায়।’
নূর ইমরান মিঠুর ‘কমলার রকেট’ দেখে ভালো লেগেছিল আফসানা মিমির। তাই মিঠু যখন ‘পাতালঘর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন, ‘না’ বলেননি মিমি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মিমি ও নুসরাত ফারিয়া। এ ছবিও বছরের প্রথম ভাগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নতুন বছরে আরও একটি ছবিতে অভিনয়ের বিষয় চূড়ান্ত হওয়ার কথা মিমির। পাশাপাশি কথা চলছে ওয়েবসিরিজ নিয়েও। সব ঠিক থাকলে শিগগিরই ওয়েবে দেখা যাবে মিমিকে।
গত বছর ১৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। নতুন কর্ম পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়েছে একটি বছর। এখন ব্যস্ত বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়ে। এরই মধ্যে জানালেন নিজের অভিনীত ছবির খবর। আফসানা মিমি অভিনীত দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’, অন্যটি নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’।
এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘পাপ-পুণ্য’। আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। ছবিতে মিমি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সিয়ামের সঙ্গে। মিমি বলেন, ‘আমার জন্য “পাপ-পুণ্য” ছবিতে অভিনয় করাটা ছিল ভীষণ আনন্দের। কারণ আমার খুব ইচ্ছা ছিল চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করার। চঞ্চলেরও ইচ্ছা ছিল আমার সঙ্গে অভিনয়ের। এ ছবিতে আমাদের সেই শখ পূরণ হয়েছে। অন্যদিকে সিয়ামের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম চয়নিকা চৌধুরীর পরিচালনায়। আমার মনে হয়েছিল, আমি তাতে ভালো অভিনয় করতে পারিনি। পরে এক দিন সিয়ামের সঙ্গে দেখা হলে আমিই বললাম, সিয়াম, আমাদের আরেকটি ভালো কাজ করতে হবে। সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে এ ছবিতে। “পাপ-পুণ্য”র শুটিং করেছি চাঁদপুরে। আর “পাতালঘর” ছবির শুটিং করেছি গত বছর রাজবাড়ীর পাংশায়।’
নূর ইমরান মিঠুর ‘কমলার রকেট’ দেখে ভালো লেগেছিল আফসানা মিমির। তাই মিঠু যখন ‘পাতালঘর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন, ‘না’ বলেননি মিমি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মিমি ও নুসরাত ফারিয়া। এ ছবিও বছরের প্রথম ভাগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নতুন বছরে আরও একটি ছবিতে অভিনয়ের বিষয় চূড়ান্ত হওয়ার কথা মিমির। পাশাপাশি কথা চলছে ওয়েবসিরিজ নিয়েও। সব ঠিক থাকলে শিগগিরই ওয়েবে দেখা যাবে মিমিকে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে