Ajker Patrika

ইউপি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সভা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭: ০৯
ইউপি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সভা

বিরামপুরে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অংশগ্রহণকারী প্রার্থীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বারীউল করিম খান।

উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আব্দুল লতিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রমানিক, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহিদুন্নবী, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নুর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন, উপজেলা যুব কর্মকর্তা জমিল উদ্দিন মণ্ডল, প্রেসক্লাবের সভাপতি ড. নূরল ইসলাম, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভারপ্রাপ্ত কর্মকর্তা খাতিজা খাতুন, চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান ফিজুল, নাজির উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনী আচারণবিধি মেনে প্রচার কাজ চালানোর আহ্বান জানানো হয়। প্রার্থী ও সমর্থকদের এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত