Ajker Patrika

হেডলাইট জ্বেলে যান চলাচল

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ৫৯
হেডলাইট জ্বেলে যান চলাচল

দিনাজপুরের হিলিতে কিছুটা আগেভাগেই শীত পড়তে শুরু করেছে। দিনের বেলাতেও দেখা মিলছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। অপর দিকে শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে।

গত মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায়াচ্ছন্ন হয়ে পড়ে হিলির পুরো এলাকা। বৃষ্টির মতো আকাশ থেকে ঝরতে থাকে কুয়াশা। সেসঙ্গে বাড়তে শুরু করে শীতের তীব্রতা। সকাল থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

যখন সূর্যের দেখা মেলে তখন তাপমাত্রা কিছুটা বাড়ে। তবে বিকেলের পর থেকে আবারও তাপমাত্রা কমতে থাকে।

ট্রাকচালক সিরাজুল ইসলাম বলেন, ঢাকা থেকে হিলি স্থলবন্দরে পাথর নিতে এসেছি। যেখানে হিলিতে পৌঁছানোর কথা ছিল সকালে, সেখানে পৌঁছাতে ১১টা বেজে গেছে। এর কারণ সকাল থেকে কুয়াশায় কোনো কিছুই দেখা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে কোনো রকমে দেখেশুনে ট্রাক চালাতে হয়েছে; যার কারণে দেরি হয়ে গেছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বায়ুমণ্ডলের ওপরিভাগে জলীয়বাষ্পের পরিমাণটা বেড়ে গেছে, যার কারণে কুয়াশার পরিমাণটা বেশি আর সূর্যের আলো স্বাভাবিকের তুলনায় ২-৩ ঘণ্টা পরে পাওয়া যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত