হিসাববিজ্ঞান দিবসে নানা আয়োজন

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০৯: ১৮
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ২৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। গতকাল বুধবার সকালে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং জাককানইবির যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক এই দিবস পালিত হলো।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুব্রত কুমার দে এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জালাল উদ্দীনের উদ্বোধনী বক্তব্য দিয়ে শুরু হয় এই আয়োজন।

এ ছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার হুমায়ুন কবির। এ সময় আলোচনায় বক্তারা হিসাববিজ্ঞান বিষয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানলাভের জন্য উদ্বুদ্ধ করেন।

দিবসটিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে টি-শার্ট বিতরণ এবং শোভাযাত্রার আয়োজন করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের আটটি বিভাগের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পালিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান দিবস উদ্‌যাপনের সার্বিক দায়িত্বে ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম। তিনি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত