Ajker Patrika

সরোজগঞ্জ গণহত্যা দিবস পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৪: ১২
সরোজগঞ্জ গণহত্যা দিবস পালিত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে চুয়াডাঙ্গায় সরোজগঞ্জ গণহত্যা দিবস পালিত হয়েছে। গত শনিবার বিকেলে ‘মুক্তিযুদ্ধের ইতিহাসে, সরোজগঞ্জের রক্ত আছে’ শিরোনামে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, জানা-অজানা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন ও পরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্মরণসভা হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক। এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, শষ্ঠিচরণ রায়, উদীচীর ঢাকা মহানগর সংসদের সহসভাপতি সিদ্দিক আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জবির, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান। স্বাগত বক্তব্য দেন উদীচী সরোজগঞ্জ সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু, সহসভাপতি শামিমা নার্গিস, সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম বাপ্পি, মেহেদি হাসান, আব্দুল মান্নান, শ্রাবণী ঘোষ। বক্তারা সরোজগঞ্জ বাজারে গণহত্যার স্বীকৃতির লাভের জন্য এবং গণহত্যার স্মারকস্তম্ভ স্থাপনে সর্বাত্মক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুর রহমান মসনাত।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ এপ্রিল দুপুরে চুয়াডাঙ্গা মহকুমার সদর থানার সরোজগঞ্জ হাটে নিরীহ গ্রামবাসীর ওপর বর্বর পাকিস্তানি বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। নির্বিচারে তারা গুলি ও বেয়নেট চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করে। এমন একটি গণহত্যার ঘটনাটি মুক্তিযুদ্ধের ইতিহাসে তেমনভাবে স্বীকৃত নয়। ২০১৭ সাল থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সরোজগঞ্জ শাখা সংসদ ও চুয়াডাঙ্গা জেলা সংসদ ১৬ এপ্রিল সরোজগঞ্জ গণহত্যা দিবস পালন করে আসছে। ইতিমধ্যে ২০১৮ সালে ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’-এর উদ্যোগে মুনতাসীর মামুনের সম্পাদনায় এবং মৌসুমী রহমানের গবেষণায় গ্রন্থমালা ‘সরোজগঞ্জ বাজার গণহত্যা’ প্রকাশিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত