Ajker Patrika

ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১: ৫২
ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোরশেদ খানের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন মাদ্রাসার সুপারের নম্বরে ফোন দিচ্ছে। তারা মাদ্রাসার সুপারকে বলছে যে তাঁদের জন্য ল্যাপটপ এসেছে, তা নিতে হলে পরিবহন বাবদ টাকা দিতে। বিষয়টি মাদ্রাসার সুপারদের সন্দেহ হলে ইউএনওকে বিষয়টি জানানো হয়।

উপজেলার তরগাও ইউনিয়ন এর বিলাসী মদিনাতুল উলুম মহিলা আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম বলেন, ০১৯২৯৭৮৫০২৪ নম্বর থেকে তাঁর মোবাইল নম্বরে ফোন আসে। তাঁকে আরও দুজন মাদ্রাসা সুপারের মোবাইল নম্বর দিতে বলেন। তিনি পরিচয় জানতে চাইলে, ওই নম্বর থেকে জানায় যে এটা কাপাসিয়ার ইউএনও’র নম্বর, তিনি ফোন দিয়েছেন।

জাহাঙ্গীর বলেন, তিনি দুজন মাদ্রাসা সুপারের নম্বর ওই নম্বর থেকে ফোন দেওয়া ব্যক্তিকে দেন। রায়েদ ইউনিয়নের কালড়াইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের নম্বর ও রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারের নম্বর ওই ব্যক্তিকে দেন।

রায়েদ ইউনিয়নের কালড়াইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের মো. মফিজ উদ্দিন বলেন, ‘আমি ফোন দিলে ওই নম্বর থেকে ইউএনও স্যারের পরিচয় দেয় এবং একটি ল্যাপটপ নেওয়ার কথা বলে। ল্যাপটপটি নিতে পরিবহন ব্যয় বাবদ ৯ হাজার টাকা পাঠাতে বলে। তা শুনে আমার সন্দেহ হয়। আমি ফোন রেখে সরাসরি ইউএনও অফিসে চলে আসি। স্যারকে ল্যাপটপ ওর ফোনের কথার আলাপ এর বিষয়টি জানাই। তখন স্যার বুঝতে পারেন যে এটা প্রতারক চক্রের কাজ।’

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও এ কে এম গোলাম মোরশেদ খান বলেন, আগের সরকারি নম্বরটি ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের ফোন দিয়েছেন। ইউএনও পরিচয় দিয়ে টাকা দাবি করছে। এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত