রংপুর প্রতিনিধি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সয়াবিন তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।’
গতকাল মঙ্গলবার রংপুর জিলা স্কুল মাঠে জেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘যে সব পণ্য কৃষকেরা চাষ করেন, তাঁর ন্যায্যমূল্য যদি না পান, তাঁরা যদি ধানচাষ করা বন্ধ করে দেন, তাহলে আমাদের কী অবস্থা হবে? সে কারণে কৃষকদের কথাও আমাদের চিন্তা করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন করতে সময় লাগছে। তবে মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তাঁরা বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, অনেকে জীবন দিয়েছেন। সে কারণে তাঁদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’
টিপু মুনশি আরও বলেন, ‘৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। গত বছর করোনা মহামারির সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সব ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ শতাংশ পিছিয়ে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে।’
কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী: উপজেলার বালাপাড়ায় মন্ত্রী বলেছেন, রাজনীতি হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম। এ জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মানুষের সেবায় নিবেদিত হতে হবে।
বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গত সোমবার রাতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাউনিয়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিপু মুনশি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ২১ বছর পেছনে ফেলে রাখা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নে বিশ্বের মডেল হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রী জানান, বিগত সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকারের আমলে কাউনিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। যেসব এলাকায় রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন দরকার, সেসব উন্নয়নকাজ জরুরিভিত্তিতে করা হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সয়াবিন তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।’
গতকাল মঙ্গলবার রংপুর জিলা স্কুল মাঠে জেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘যে সব পণ্য কৃষকেরা চাষ করেন, তাঁর ন্যায্যমূল্য যদি না পান, তাঁরা যদি ধানচাষ করা বন্ধ করে দেন, তাহলে আমাদের কী অবস্থা হবে? সে কারণে কৃষকদের কথাও আমাদের চিন্তা করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন করতে সময় লাগছে। তবে মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তাঁরা বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, অনেকে জীবন দিয়েছেন। সে কারণে তাঁদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’
টিপু মুনশি আরও বলেন, ‘৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। গত বছর করোনা মহামারির সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সব ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ শতাংশ পিছিয়ে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে।’
কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী: উপজেলার বালাপাড়ায় মন্ত্রী বলেছেন, রাজনীতি হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম। এ জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মানুষের সেবায় নিবেদিত হতে হবে।
বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গত সোমবার রাতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাউনিয়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিপু মুনশি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ২১ বছর পেছনে ফেলে রাখা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নে বিশ্বের মডেল হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রী জানান, বিগত সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকারের আমলে কাউনিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। যেসব এলাকায় রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন দরকার, সেসব উন্নয়নকাজ জরুরিভিত্তিতে করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে