বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবারের কান উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশের একাধিক তারকা। এর মধ্যে রয়েছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, অনন্ত জলিল ও বর্ষা। উৎসবের মার্শে দ্যু ফিল্ম বিভাগে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের ভৌতিক সিনেমা ‘মশারি’। এ ছাড়া উৎসবে দেখানো হবে ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘দিন-দ্য ডে’ ও ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমার ট্রেলার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ ফজিলাতুন নেছা মুজিবের তরুণী বয়সের ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটির ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিতে কানে যাচ্ছেন এই দুই অভিনয়শিল্পী। আজ কানের উদ্দেশে ঢাকা ছাড়বেন শুভ ও তিশা।
জানা গেছে, বৃহস্পতিবার কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার প্রকাশনা অনুষ্ঠান হবে। শুভ ও তিশার পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগালেরও থাকার সম্ভাবনা রয়েছে।
বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আরিফিন শুভ। তিনি বলেন, ‘এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছি। এটা একটা স্বপ্নের মতো। এই সম্মান আমার ভক্ত এবং সকল বাংলাদেশির সঙ্গে ভাগ করে নিচ্ছি, যাঁরা আমাকে আরিফিন শুভ বানিয়েছেন।’
এরই মধ্যে কান উৎসবে অংশ নিতে ফ্রান্সে গেছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। অনন্ত বলেন, ‘আমাদের দুটি সিনেমার (দিন-দ্য ডে ও নেত্রী-দ্য লিডার) ট্রেলার প্রদর্শন করব কান উৎসবে। এ ছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করব। সিনেমা দুটি নিয়ে আমাদের অনেক আশা।’
এ ছাড়া ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে অংশ নেবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
উদ্বোধনী দিনে যা থাকছে...
এবারের কান চলচ্চিত্র উৎসবের কান্ট্রি অব অনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। মূলত ভারত আর ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষেই এ সম্মান। তাই ভারতীয় তারকাদের একটা বড় টিম উপস্থিত থাকবে কানে। উৎসবে দীপিকা পাড়ুকোন জুরি হিসেবে থাকছেন। উদ্বোধনী দিনে এ আর রাহমান, নওয়াজুদ্দিন সিদ্দিকি, আর মাধবন, নয়নতারা, পূজা হেগড়েসহ বলিউডের অনেকেই হাঁটবেন কানের রেড কার্পেটে।
এবার উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফ্রান্সের মিশেল আজানাভিসুসের ‘কাপেজ’ (ফাইনাল কাট)। ওইদিন দেখা যাবে হলিউড অভিনেতা জিম ক্যারি অভিনীত ‘দ্য ট্রুম্যান শো’। ১৯৯৮ সালের এই সিনেমা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে এবারের কান চলচ্চিত্র উৎসবের পোস্টার। এবারের আসরে সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন অস্কারজয়ী অভিনেতা ফরেস্ট হুইটেকার। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন তিনি। কানসৈকতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ভার্জিনি এফিরা। এদিন কান উৎসবের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাবেন তিনি! সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর স্টোরিজ দেবেন বেলজিয়ান এই অভিনেত্রী। এর মধ্যে থাকবে বিহাইন্ড দ্য সিন থেকে শুরু করে উদ্বোধনী মঞ্চে হাজির হওয়ার জন্য তার মহড়াসহ নানা কিছু।
এবারের কান উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশের একাধিক তারকা। এর মধ্যে রয়েছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, অনন্ত জলিল ও বর্ষা। উৎসবের মার্শে দ্যু ফিল্ম বিভাগে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের ভৌতিক সিনেমা ‘মশারি’। এ ছাড়া উৎসবে দেখানো হবে ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘দিন-দ্য ডে’ ও ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমার ট্রেলার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ ফজিলাতুন নেছা মুজিবের তরুণী বয়সের ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটির ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিতে কানে যাচ্ছেন এই দুই অভিনয়শিল্পী। আজ কানের উদ্দেশে ঢাকা ছাড়বেন শুভ ও তিশা।
জানা গেছে, বৃহস্পতিবার কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার প্রকাশনা অনুষ্ঠান হবে। শুভ ও তিশার পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগালেরও থাকার সম্ভাবনা রয়েছে।
বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আরিফিন শুভ। তিনি বলেন, ‘এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছি। এটা একটা স্বপ্নের মতো। এই সম্মান আমার ভক্ত এবং সকল বাংলাদেশির সঙ্গে ভাগ করে নিচ্ছি, যাঁরা আমাকে আরিফিন শুভ বানিয়েছেন।’
এরই মধ্যে কান উৎসবে অংশ নিতে ফ্রান্সে গেছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। অনন্ত বলেন, ‘আমাদের দুটি সিনেমার (দিন-দ্য ডে ও নেত্রী-দ্য লিডার) ট্রেলার প্রদর্শন করব কান উৎসবে। এ ছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করব। সিনেমা দুটি নিয়ে আমাদের অনেক আশা।’
এ ছাড়া ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে অংশ নেবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
উদ্বোধনী দিনে যা থাকছে...
এবারের কান চলচ্চিত্র উৎসবের কান্ট্রি অব অনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। মূলত ভারত আর ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষেই এ সম্মান। তাই ভারতীয় তারকাদের একটা বড় টিম উপস্থিত থাকবে কানে। উৎসবে দীপিকা পাড়ুকোন জুরি হিসেবে থাকছেন। উদ্বোধনী দিনে এ আর রাহমান, নওয়াজুদ্দিন সিদ্দিকি, আর মাধবন, নয়নতারা, পূজা হেগড়েসহ বলিউডের অনেকেই হাঁটবেন কানের রেড কার্পেটে।
এবার উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফ্রান্সের মিশেল আজানাভিসুসের ‘কাপেজ’ (ফাইনাল কাট)। ওইদিন দেখা যাবে হলিউড অভিনেতা জিম ক্যারি অভিনীত ‘দ্য ট্রুম্যান শো’। ১৯৯৮ সালের এই সিনেমা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে এবারের কান চলচ্চিত্র উৎসবের পোস্টার। এবারের আসরে সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন অস্কারজয়ী অভিনেতা ফরেস্ট হুইটেকার। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন তিনি। কানসৈকতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ভার্জিনি এফিরা। এদিন কান উৎসবের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাবেন তিনি! সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর স্টোরিজ দেবেন বেলজিয়ান এই অভিনেত্রী। এর মধ্যে থাকবে বিহাইন্ড দ্য সিন থেকে শুরু করে উদ্বোধনী মঞ্চে হাজির হওয়ার জন্য তার মহড়াসহ নানা কিছু।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে