Ajker Patrika

অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২: ৩১
অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবার ত্রিশাল বাসস্ট্যান্ডে এ অভিযান চালায় থানা-পুলিশ।

এ সময় বেশ কিছু নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন।

পথচারী মাসুদ রানা বলেন, মহাসড়কে এই অবৈধ তিন চাকার যানবাহনের কারণে যানজট ও দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এ অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে যানজট ও দুর্ঘটনার পরিমাণ কমবে।

আরেক পথচারী শিক্ষার্থী আছিয়া আক্তার বলেন, মহাসড়কের এই মোড়ে আগে এই সিএনজি অটোরিকশাগুলো দাঁড়িয়েই যাত্রী ওঠাত, এতে যানজট লেগেই থাকত। দূরপাল্লার যানবাহনগুলো এবং অন্যান্য যানবাহন এই জট পাড়ি দিতে তীক্ষ্ণ হর্ন অনবরত বাজাত। এতে চরম মাত্রার শব্দ দূষণ সৃষ্টি হত। আমরা চাইব সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকুক।

এ বিষয়ে ওসি মাইন উদ্দিন বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ত্রিশাল থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ত্রিশালের সড়ক, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন আইন-২০১৮ প্রয়োগ, আইন ভঙ্গকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নিয়মিত টহল ও অবৈধ থ্রি-হুইলার মহাসড়কে চলাচল বন্ধে অভিযান করে যাচ্ছে ত্রিশাল থানা-পুলিশ।

এ ছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহনে আহত যাত্রীকে স্বল্প সময়ের মধ্যে ফার্স্ট এইড সেবা প্রদান, হাসপাতালে পৌঁছাতে সহায়তা ও ক্ষতিগ্রস্ত যান উদ্ধার কার্যক্রম করে যাচ্ছে ত্রিশাল থানা-পুলিশ। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধসহ অন্যান্য অপরাধ তৎপরতা কমাতেও কাজ করছে ত্রিশাল থানা-পুলিশ। মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়মিত সভা-সমাবেশ করার মাধ্যমে এ বিষয়ে তাঁদের সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত