কুমিল্লা প্রতিনিধি
দেশে আবার করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়তে শুরু হয়েছে। তবে সংক্রমণ রোধে কুমিল্লায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো ‘বুস্টার ডোজ’ (তৃতীয় ডোজ) নেননি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুস্টার সপ্তাহ পালনের পরও এ অবস্থা দেখা গেছে। জেলায় প্রায় ৪২ লাখ মানুষের টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হলেও বুস্টার ডোজ নিয়েছে মাত্র ৮ লাখ।
করোনার ভয়াবহতা কমে আসায় টিকা গ্রহণে আগ্রহ কমেছে বলে মনে করেন স্বাস্থ্য-সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, টিকার নেওয়ার কারণেই দেশে করোনা পরিস্থিতির উন্নত হয়েছে। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, কুমিল্লায় গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে ৪৫ লাখ ৭ হাজার ৭৫২ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছে ৪১ লাখ ৮১ হাজার ৯১৮ জন। এর মধ্যে ১৮ লাখ ৪০ হাজার ১৬৬ জন পুরুষ এবং ২৩ লাখ ৪১ হাজার ৬৪২ জন নারী।
এদিকে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা নিয়েছে ৮ লাখ ৩৯ হাজার ১৮৯ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ১ হাজার ৬০ জন এবং নারী ৪ লাখ ৩৮ হাজার ১২৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পার করা ব্যক্তিরাই বুস্টার ডোজ পাবেন। কিন্তু বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম দীর্ঘ সময় পর শুরু হয়েছে। সেই অনুপাতে অধিকাংশ ব্যক্তি বুস্টার ডোজ নেওয়ার কথা থাকলেও তেমন সাড়া পাওয়া যায়নি।
স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, টিকা নিতে আসা ব্যক্তিদের অধিকাংশ মধ্যবয়সী ও বয়স্ক। গণটিকার বুস্টার ডোজ চলাকালীন তেমন ভিড় ছিল না। এ বিষয়ে ব্যাপক প্রচার দরকার।
গতকাল সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে বুস্টার ডোজ নিতে আসেন নগরীর তালপুকুরপাড়ের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আহসানুজ্জামান সোহেল এবং তাঁর স্ত্রী মাহমুদা আক্তার। আহসানুজ্জামান বলেন, ‘ফেব্রুয়ারিতে টিকার তারিখ থাকলেও নেওয়া হয়নি। কয়েক দিন আগে স্ত্রীর বুস্টার ডোজের ম্যাসেজ আসায় দুজনে একসঙ্গে টিকা নিতে এলাম।’ তিনি বলেন, বুস্টারের ডোজ নেওয়ার বিষয়ে আরও প্রচার চালানো প্রয়োজন।
নগরীর চকবাজার এলাকার বাসিন্দা রেজাউল করিম বুস্টার ডোজ নিতে এসেছিলেন সদর হাসপাতাল কেন্দ্রে। তিনি জানান, দ্বিতীয় ডোজ নেওয়ার দিন তাঁকে দীর্ঘ সময় সারিতে অপেক্ষা করতে হয়েছিল। গতকাল আসা মাত্রই টিকা পেয়েছেন। কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি।
নগরীর সুজানগর এলাকার বাসিন্দা মো. রাজীব বুস্টার ডোজের ম্যাসেজ পান প্রায় ছয় মাস আগে। তিনি বলেন, ‘করোনার পরিস্থিতি ভালো ছিল, তাই টিকা নিইনি। শুনলাম আবার করোনার প্রকোপ বাড়ছে, তাই সহসাই তৃতীয় ডোজ টিকা নিয়ে নেব।’
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে থাকায় বুস্টার ডোজ পাওয়ার যোগ্যদের মধ্যে বড় একটা অংশ মনে করছেন, টিকা নেওয়ার দরকার নেই। কিন্তু টিকা নেওয়ার কারণেই দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।’
ডেপুটি সিভিল সার্জন বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন স্থান থেকে টিকা সংগ্রহ করেছেন। টিকা সহজলভ্য করেছেন। বিষয়টি আমাদেরও খেয়াল রাখতে হবে। টিকা নেওয়ার ক্ষেত্রে অবহেলা না করে সবাইকে টিকা নিতে হবে। আমরা এ বিষয়টি নিয়ে সব সময় প্রচার চালিয়ে আসছি।’
জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট দেশে খুব দ্রুত ছড়াচ্ছে। এ জন্য সরকার নতুন নির্দেশনা দিয়ে সবাইকে মাস্ক পরতে বলছে। সব প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি পালনসহ টিকা নিতে হবে। এ বিষয়ে সচেতনতা তৈরিতে সুধী ও সুশীল সমাজসহ সবাই ভূমিকা রাখতে হবে।’
এদিকে গত বুধবার থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৭ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এতে শনাক্তের হার দাঁড়ায় ১০ দশমিক ৮ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিল্লায় এ পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ থেকে ২ লাখ ২৪ হাজার ৯৮৪ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪৩ হাজার ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭০৩ জন। আর মারা গেছেন ৯৮১ জন।
দেশে আবার করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়তে শুরু হয়েছে। তবে সংক্রমণ রোধে কুমিল্লায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো ‘বুস্টার ডোজ’ (তৃতীয় ডোজ) নেননি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুস্টার সপ্তাহ পালনের পরও এ অবস্থা দেখা গেছে। জেলায় প্রায় ৪২ লাখ মানুষের টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হলেও বুস্টার ডোজ নিয়েছে মাত্র ৮ লাখ।
করোনার ভয়াবহতা কমে আসায় টিকা গ্রহণে আগ্রহ কমেছে বলে মনে করেন স্বাস্থ্য-সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, টিকার নেওয়ার কারণেই দেশে করোনা পরিস্থিতির উন্নত হয়েছে। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, কুমিল্লায় গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে ৪৫ লাখ ৭ হাজার ৭৫২ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছে ৪১ লাখ ৮১ হাজার ৯১৮ জন। এর মধ্যে ১৮ লাখ ৪০ হাজার ১৬৬ জন পুরুষ এবং ২৩ লাখ ৪১ হাজার ৬৪২ জন নারী।
এদিকে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা নিয়েছে ৮ লাখ ৩৯ হাজার ১৮৯ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ১ হাজার ৬০ জন এবং নারী ৪ লাখ ৩৮ হাজার ১২৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পার করা ব্যক্তিরাই বুস্টার ডোজ পাবেন। কিন্তু বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম দীর্ঘ সময় পর শুরু হয়েছে। সেই অনুপাতে অধিকাংশ ব্যক্তি বুস্টার ডোজ নেওয়ার কথা থাকলেও তেমন সাড়া পাওয়া যায়নি।
স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, টিকা নিতে আসা ব্যক্তিদের অধিকাংশ মধ্যবয়সী ও বয়স্ক। গণটিকার বুস্টার ডোজ চলাকালীন তেমন ভিড় ছিল না। এ বিষয়ে ব্যাপক প্রচার দরকার।
গতকাল সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে বুস্টার ডোজ নিতে আসেন নগরীর তালপুকুরপাড়ের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আহসানুজ্জামান সোহেল এবং তাঁর স্ত্রী মাহমুদা আক্তার। আহসানুজ্জামান বলেন, ‘ফেব্রুয়ারিতে টিকার তারিখ থাকলেও নেওয়া হয়নি। কয়েক দিন আগে স্ত্রীর বুস্টার ডোজের ম্যাসেজ আসায় দুজনে একসঙ্গে টিকা নিতে এলাম।’ তিনি বলেন, বুস্টারের ডোজ নেওয়ার বিষয়ে আরও প্রচার চালানো প্রয়োজন।
নগরীর চকবাজার এলাকার বাসিন্দা রেজাউল করিম বুস্টার ডোজ নিতে এসেছিলেন সদর হাসপাতাল কেন্দ্রে। তিনি জানান, দ্বিতীয় ডোজ নেওয়ার দিন তাঁকে দীর্ঘ সময় সারিতে অপেক্ষা করতে হয়েছিল। গতকাল আসা মাত্রই টিকা পেয়েছেন। কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি।
নগরীর সুজানগর এলাকার বাসিন্দা মো. রাজীব বুস্টার ডোজের ম্যাসেজ পান প্রায় ছয় মাস আগে। তিনি বলেন, ‘করোনার পরিস্থিতি ভালো ছিল, তাই টিকা নিইনি। শুনলাম আবার করোনার প্রকোপ বাড়ছে, তাই সহসাই তৃতীয় ডোজ টিকা নিয়ে নেব।’
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে থাকায় বুস্টার ডোজ পাওয়ার যোগ্যদের মধ্যে বড় একটা অংশ মনে করছেন, টিকা নেওয়ার দরকার নেই। কিন্তু টিকা নেওয়ার কারণেই দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।’
ডেপুটি সিভিল সার্জন বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন স্থান থেকে টিকা সংগ্রহ করেছেন। টিকা সহজলভ্য করেছেন। বিষয়টি আমাদেরও খেয়াল রাখতে হবে। টিকা নেওয়ার ক্ষেত্রে অবহেলা না করে সবাইকে টিকা নিতে হবে। আমরা এ বিষয়টি নিয়ে সব সময় প্রচার চালিয়ে আসছি।’
জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট দেশে খুব দ্রুত ছড়াচ্ছে। এ জন্য সরকার নতুন নির্দেশনা দিয়ে সবাইকে মাস্ক পরতে বলছে। সব প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি পালনসহ টিকা নিতে হবে। এ বিষয়ে সচেতনতা তৈরিতে সুধী ও সুশীল সমাজসহ সবাই ভূমিকা রাখতে হবে।’
এদিকে গত বুধবার থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৭ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এতে শনাক্তের হার দাঁড়ায় ১০ দশমিক ৮ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিল্লায় এ পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ থেকে ২ লাখ ২৪ হাজার ৯৮৪ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪৩ হাজার ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭০৩ জন। আর মারা গেছেন ৯৮১ জন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪