Ajker Patrika

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দার কীটনাশক পান

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ৪১
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দার কীটনাশক পান

আগৈলঝাড়ায় উজ্জল ফকির (২৫) নামে এক ব্যক্তির কীটনাশক পানের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী রহিমা আক্তারের নামে আশ্রয়ণ প্রকল্পের একটি পাকা বাড়ি বরাদ্দ পান বাকাল গ্রামের উজ্জল ফকির। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সেখানেই থাকছিলেন। তিনি উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন প্রকল্প থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু বাকি থাকা ঋণের কিস্তি পরিশোধের টাকা ছিল না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে রাত ১২টার দিকে কীটনাশক পান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সমীরণ হালদার জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগীকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহত উজ্জলের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

পাগল বেশে মেয়েদের উত্ত্যক্তকারী সেই তরুণ গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত