Ajker Patrika

মাইলফলক গড়েই ছুটছেন নাদাল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ মে ২০২২, ১০: ৫৮
মাইলফলক গড়েই ছুটছেন নাদাল

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধারে ঠিক পথেই আছেন রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডেও পেয়েছেন দাপুটে জয়। গতকাল বৃহস্পতিবার ফরাসি প্রতিপক্ষ কোরেনতিন মোওতেতকে সরাসরি ৬-৩, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন স্প্যানিশ মহাতারকা।

এই জয়ে ভিন্ন এক মাইলফলকও স্পর্শ করেছেন নাদাল। তৃতীয় টেনিস তারকা হিসেবে গ্র্যান্ড স্লামে ৩০০ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে নাদালের দুই প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার (৩৬৯) ও নোভাক জোকোভিচ (৩২৫) এই কীর্তি গড়েছিলেন।

চোটের সঙ্গে নাদালের বসবাস অনেক দিনের। এবারের ফ্রেঞ্চ ওপেনেও এসেছেন সেই চোটের শঙ্কা সঙ্গী করে। তবে এখনো পর্যন্ত কিছুই নাদালের অদম্য যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রতিপক্ষকে গুঁড়িয়ে উঠলেন তৃতীয় রাউন্ডে। তবে নাদালের আসল পরীক্ষা বাকি আছে এখনো। সামনে তাঁকে মোকাবিলা করতে হতে পারে জোকোভিচ ও তরুণ প্রতিভা কার্লোস আলকারাজকে। নিজের ছন্দ ও ফিটনেস ধরে রাখাটাও তাই বেশ জরুরি।

গতকাল ম্যাচের পর নাদাল জানিয়েছেন, তিনি ম্যাচ ধরে ধরে ফিটনেস নিয়ে কাজ করছেন। স্প্যানিয়ার্ড টেনিস সুপারস্টার বলেন, ‘এটা প্রতিদিনের কাজ। গত কয়েক মাস একেবারেই সহজ ছিল না। মৌসুমটা দারুণ ও স্মরণীয়ভাবে শুরু হয়েছিল। ইন্ডিয়ান ওয়েলসের পরেই আমার পাঁজরে সমস্যা দেখা দেয়। কিছুদিন আমাকে কোর্টের বাইরে যেতে হয়। এটা এখন প্রতিদিনকার কাজ। জয়গুলো সহায়তা করছে। ম্যাচগুলো জিততে পারাও গুরুত্বপূর্ণ। আমি পরের ম্যাচ সামনে রেখে আগামীকালও (আজ) অনুশীলন করব। এরপর দেখা যাবে।’

এর আগে রুদ্ধশ্বাস এক লড়াই জিতে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকেছেন আরেক স্প্যানিয়ার্ড আলকারাজ। সাম্প্রতিক সময়ে আলোড়ন তোলা আলকারাজকে স্বদেশি আলবার্ট রামোস-ভিনোলাসের বিপক্ষে লড়তে হয়েছে শেষ সেট পর্যন্ত। প্রথম সেট ৬-১ গেমে জিতলেও পরের দুই সেটে ৭-৬ (৯-৭), ৭-৫ গেমে হেরে পিছিয়ে পড়েন আলকারাজ। তবে শেষ দুই সেটে ৭-৬ (৭-২) ও ৬-৪ গেমে জিতে ঠিকই উতরে গেছেন ১৯ বছর বয়সী স্প্যানিশ তরুণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত