নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে গেছে গত এক বছরে। নতুন উইকেট তৈরি, গ্যালারি সংস্কার, ইনডোর তৈরিসহ এই স্টেডিয়ামে ভালোই সংস্কার হয়েছে। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে একাডেমি তৈরির পথেও এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগের চেয়ে বেড়েছে অনুশীলন উইকেট। মূল মাঠের দুই পাশে তৈরি হয়েছে এসব উইকেট। ব্যয় বেড়ে যাওয়ায় লম্বা হচ্ছিল আউটারের উইকেট তৈরির কাজ। অবশেষে শেষ হয়েছে সেগুলো।
চারটি সিমেন্টসহ মোট ১০ উইকেট এখন ব্যবহারের জন্য প্রস্তুত। চাইলে এখনই ব্যবহার করা যাবে উইকেটগুলো। তবে আগামী বিপিএল থেকে সেগুলো উন্মুক্ত করতে চায় বিসিবি। প্রস্তুত হয়ে আছে প্রায় তিন বছর ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অর্থায়নে হওয়া ঝিনুক আকৃতির ইনডোর। তবে এখনো সিডিএ এটি বিসিবির কাছে হস্তান্তর করেনি। এ নিয়ে ফজলে বারী বলেন, ‘এটা ব্যবহারের জন্য প্রস্তুত। কেউ যদি চায়, তাহলে আমরা ব্যবহারের জন্য দেব। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা সিডিএ থেকে নেব। তারা আমাদের কাছে হস্তান্তর করবে। এটার জন্য কিছুদিন হয়তো সময় লাগবে। অপেক্ষা করছি।’
উইকেট আর ইনডোর প্রস্তুত হয়ে গেলেও অপেক্ষায় আছে বহুল প্রতীক্ষিত আধুনিক একাডেমি স্থাপনের কাজ। আঞ্চলিক ক্রিকেট সংস্থার মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রামেই কাঠামো ঠিক হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেটে অবশ্য আধুনিক একাডেমির কাজ সম্পূর্ণ হয়েছে। জহুর আহমেদের মিডিয়া গেটের ডান পাশের খালি জায়গায় দুই দলের আবাসনসুবিধাসহ একাডেমি স্থাপনের জন্য রূপরেখা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে গেছে গত এক বছরে। নতুন উইকেট তৈরি, গ্যালারি সংস্কার, ইনডোর তৈরিসহ এই স্টেডিয়ামে ভালোই সংস্কার হয়েছে। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে একাডেমি তৈরির পথেও এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগের চেয়ে বেড়েছে অনুশীলন উইকেট। মূল মাঠের দুই পাশে তৈরি হয়েছে এসব উইকেট। ব্যয় বেড়ে যাওয়ায় লম্বা হচ্ছিল আউটারের উইকেট তৈরির কাজ। অবশেষে শেষ হয়েছে সেগুলো।
চারটি সিমেন্টসহ মোট ১০ উইকেট এখন ব্যবহারের জন্য প্রস্তুত। চাইলে এখনই ব্যবহার করা যাবে উইকেটগুলো। তবে আগামী বিপিএল থেকে সেগুলো উন্মুক্ত করতে চায় বিসিবি। প্রস্তুত হয়ে আছে প্রায় তিন বছর ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অর্থায়নে হওয়া ঝিনুক আকৃতির ইনডোর। তবে এখনো সিডিএ এটি বিসিবির কাছে হস্তান্তর করেনি। এ নিয়ে ফজলে বারী বলেন, ‘এটা ব্যবহারের জন্য প্রস্তুত। কেউ যদি চায়, তাহলে আমরা ব্যবহারের জন্য দেব। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা সিডিএ থেকে নেব। তারা আমাদের কাছে হস্তান্তর করবে। এটার জন্য কিছুদিন হয়তো সময় লাগবে। অপেক্ষা করছি।’
উইকেট আর ইনডোর প্রস্তুত হয়ে গেলেও অপেক্ষায় আছে বহুল প্রতীক্ষিত আধুনিক একাডেমি স্থাপনের কাজ। আঞ্চলিক ক্রিকেট সংস্থার মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রামেই কাঠামো ঠিক হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেটে অবশ্য আধুনিক একাডেমির কাজ সম্পূর্ণ হয়েছে। জহুর আহমেদের মিডিয়া গেটের ডান পাশের খালি জায়গায় দুই দলের আবাসনসুবিধাসহ একাডেমি স্থাপনের জন্য রূপরেখা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে