Ajker Patrika

আজ বাজিতপুরে ১১ ইউপিতে ভোট

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২: ৫৩
আজ বাজিতপুরে ১১ ইউপিতে ভোট

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ হবে আজ। উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, ১০টি ইউপিতে মোট ৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

এর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সব কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার ভিডিপির পাশাপাশি বিজিবি ও র‍্যাব দায়িত্বপালন করবে।

বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে বাজিতপুর উপজেলা নির্বাচন অফিস ৯৯ জন প্রিসাইডিং অফিসার, ৪৫৫ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৯১০ জন পোলিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটাররা যেন শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারেন সে জন্য আড়াই হাজার পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনী দায়িত্ব পালন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত