গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের জন্য শহরের বাজারসহ প্রধান সড়কের পাশে নালা (ড্রেন) নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে বাজারের প্রধান সড়ক সংকুচিত ও ক্ষতি করে ড্রেন নির্মাণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গুরুত্বপূর্ণ এ সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণের কথা থাকলেও একাধিক স্থানে প্রভাবশালী ব্যক্তির স্থাপনা রক্ষায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই থেকে তিন ফুট সড়ক কেটে ড্রেন নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের বাধার মুখে শনিবার কাজ বন্ধ রাখা হয়।
জানা গেছে, গোয়ালন্দ শহরের দীর্ঘ দিনের জলাবদ্ধতা দুর করা ও পানি নিষ্কাশন করতে প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আরসিসি ড্রেনের নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের সাতটি ড্রেন নির্মাণ করা হবে। ৫ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত এই ড্রেনের গভীরতা হবে গড়ে ৭ ফুট। বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গোয়ালন্দ পৌরসভার তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান কে কে আর এন্টারপ্রাইজ চলতি বছর এপ্রিল মাসে এ ড্রেনের নির্মাণকাজ শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে বাজার অভিমুখে ড্রেন নির্মাণের জন্য বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে কাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বাসস্ট্যান্ড থেকে ৫০-৭০ মিটার পর খন্দকার আব্দুল মুহিতের বাড়ির সামনে পাকা সড়কের প্রায় আড়াই ফুট অংশ কেটে ড্রেন নির্মাণের জন্য খনন করা হয়। ব্যস্ততম এ সড়ক সংকুচিত ও ক্ষতি করে কাজ করায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে গত শনিবার দুপুরে কাজ বন্ধ করে দেয়।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল হক খান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় নিয়ম তিনি ভেঙে গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতি করে ড্রেন নির্মাণকাজে কর্মরত চার শ্রমিককে আটক করেন। প্রায় তিন ঘণ্টা আটক থাকার পর চার শ্রমিক মুচলেকা দিয়ে ছাড়া পান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল। তিনি পরিস্থিতি দেখে কাজ বন্ধ করে দেন।
স্থানীয় শামীম মোল্লা বলেন, জনস্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে ড্রেন নির্মাণ করা করা হচ্ছে। কিন্তু দু-একজন প্রভাবশালী ব্যক্তির স্বার্থ রক্ষায় ব্যস্ততম প্রধান সড়কের ক্ষতি কেন করা হচ্ছে তা বোধগম্য নয়। এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেনের নির্মাণকাজ বন্ধ করে দেয়।
গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, গোয়ালন্দ শহরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ; জলাবদ্ধতা দুর ও পানি নিষ্কাশন করতে প্রধান সড়কের পাশ দিয়ে ও বাজারের প্রতিটি গলিতে ড্রেন নির্মাণ করা হচ্ছে।
মেয়র আরও বলেন, এই ড্রেন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নকশার বাইরে গিয়ে একটি স্থানে প্রধান সড়ক কাটার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে যান। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে যথাযথভাবে ড্রেন নির্মাণের নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং এই শর্তে আবার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের জন্য শহরের বাজারসহ প্রধান সড়কের পাশে নালা (ড্রেন) নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে বাজারের প্রধান সড়ক সংকুচিত ও ক্ষতি করে ড্রেন নির্মাণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গুরুত্বপূর্ণ এ সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণের কথা থাকলেও একাধিক স্থানে প্রভাবশালী ব্যক্তির স্থাপনা রক্ষায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই থেকে তিন ফুট সড়ক কেটে ড্রেন নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের বাধার মুখে শনিবার কাজ বন্ধ রাখা হয়।
জানা গেছে, গোয়ালন্দ শহরের দীর্ঘ দিনের জলাবদ্ধতা দুর করা ও পানি নিষ্কাশন করতে প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আরসিসি ড্রেনের নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের সাতটি ড্রেন নির্মাণ করা হবে। ৫ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত এই ড্রেনের গভীরতা হবে গড়ে ৭ ফুট। বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গোয়ালন্দ পৌরসভার তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান কে কে আর এন্টারপ্রাইজ চলতি বছর এপ্রিল মাসে এ ড্রেনের নির্মাণকাজ শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে বাজার অভিমুখে ড্রেন নির্মাণের জন্য বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে কাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বাসস্ট্যান্ড থেকে ৫০-৭০ মিটার পর খন্দকার আব্দুল মুহিতের বাড়ির সামনে পাকা সড়কের প্রায় আড়াই ফুট অংশ কেটে ড্রেন নির্মাণের জন্য খনন করা হয়। ব্যস্ততম এ সড়ক সংকুচিত ও ক্ষতি করে কাজ করায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে গত শনিবার দুপুরে কাজ বন্ধ করে দেয়।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল হক খান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় নিয়ম তিনি ভেঙে গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতি করে ড্রেন নির্মাণকাজে কর্মরত চার শ্রমিককে আটক করেন। প্রায় তিন ঘণ্টা আটক থাকার পর চার শ্রমিক মুচলেকা দিয়ে ছাড়া পান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল। তিনি পরিস্থিতি দেখে কাজ বন্ধ করে দেন।
স্থানীয় শামীম মোল্লা বলেন, জনস্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে ড্রেন নির্মাণ করা করা হচ্ছে। কিন্তু দু-একজন প্রভাবশালী ব্যক্তির স্বার্থ রক্ষায় ব্যস্ততম প্রধান সড়কের ক্ষতি কেন করা হচ্ছে তা বোধগম্য নয়। এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেনের নির্মাণকাজ বন্ধ করে দেয়।
গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, গোয়ালন্দ শহরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ; জলাবদ্ধতা দুর ও পানি নিষ্কাশন করতে প্রধান সড়কের পাশ দিয়ে ও বাজারের প্রতিটি গলিতে ড্রেন নির্মাণ করা হচ্ছে।
মেয়র আরও বলেন, এই ড্রেন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নকশার বাইরে গিয়ে একটি স্থানে প্রধান সড়ক কাটার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে যান। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে যথাযথভাবে ড্রেন নির্মাণের নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং এই শর্তে আবার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে