নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশ আগেও জিতেছে। সেই ‘আগে’টা ২০১৫ সালে। সেবারের মতো এবারও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এগিয়ে ২-০ ব্যবধানে। সাত বছর আগে বাংলাদেশ পারেনি ধবলধোলাইয়ের সুযোগ কাজে লাগাতে। এবার সেটি করে দেখানোর সুযোগ চট্টগ্রামে। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ অবশ্য ঘরের মাঠে ওয়ানডেতে দুর্দান্ত এক দল। এই সংস্করণে গত পাঁচ বছরে নিজেদের মাঠে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের সাফল্যের রহস্য নিয়ে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন গতকাল সাংবাদিকদের বলেন, ‘এই ফরম্যাটে আমরা শক্তিশালী, জিততে জানি। এর আগে ২০১৫ সালেও ভারতের বিপক্ষে আমরা সিরিজ জিতেছিলাম। এটা আমাদের শক্তিমত্তার একটা চিহ্ন। দুটি ম্যাচ আমরা যেভাবে জিতেছি তাতে নিজেদের দৃঢ়তা দেখাতে পেরেছি।
মিরাজ-মাহমুদউল্লাহ, এর আগে মিরাজ-মোস্তাফিজ...শেষ উইকেট জুটিতে ৫১ রান করে জেতা সত্যি দারুণ। আর কালকে (পরশু) যখন ৬ উইকেট পড়ে গিয়েছিল, আমরা কেউ-ই আশা করিনি এত রান করতে পারব। এই উইকেটে আমিও ভেবেছিলাম ২২০-২৩০ করতে পারলে ভালো নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সেখান থেকে ২৭১ রান করা, সত্যিকার অর্থেই অনেক বড় দৃঢ়তা প্রদর্শন হয়েছে।’
টেস্ট দলে চমক জাকির
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে থাকা মিরাজরা গতকাল দুপুরে পৌঁছেছেন চট্টগ্রামে। সিরিজ জয়ের আমেজের মধ্যেই ঘোষণা করা হয়েছে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল। এই দলে চমকের নাম জাকির হাসান। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার। সিলেটের হয়ে ৪৪২ রান করেছিলেন। ভারত ‘এ’ দলের বিপক্ষে বেসরকারি টেস্টেও দুর্দান্ত খেলছেন। সেটিরই পুরস্কার পেয়েছেন জাকির।
চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। সর্বশেষ টেস্ট সিরিজে না থাকা মুশফিকুর রহিমও ফিরেছেন। তবে চোটে পড়ে এই টেস্টেও নেই তামিম ইকবাল। কুঁচকির চোটের কারণে তিনি ওয়ানডে সিরিজ ছিলেন না। ছন্দ হারিয়ে ফেলা মুমিনুল হক আছেন টেস্ট দলে। গত জুনে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাসেনি এনামুল হক বিজয়ের। তবু তাঁর ওপর আস্থা হারাননি নির্বাচকেরা, তাঁকে রেখেছেন দলে।
ওয়ানডে সিরিজের পর ১৪ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশ আগেও জিতেছে। সেই ‘আগে’টা ২০১৫ সালে। সেবারের মতো এবারও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এগিয়ে ২-০ ব্যবধানে। সাত বছর আগে বাংলাদেশ পারেনি ধবলধোলাইয়ের সুযোগ কাজে লাগাতে। এবার সেটি করে দেখানোর সুযোগ চট্টগ্রামে। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ অবশ্য ঘরের মাঠে ওয়ানডেতে দুর্দান্ত এক দল। এই সংস্করণে গত পাঁচ বছরে নিজেদের মাঠে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের সাফল্যের রহস্য নিয়ে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন গতকাল সাংবাদিকদের বলেন, ‘এই ফরম্যাটে আমরা শক্তিশালী, জিততে জানি। এর আগে ২০১৫ সালেও ভারতের বিপক্ষে আমরা সিরিজ জিতেছিলাম। এটা আমাদের শক্তিমত্তার একটা চিহ্ন। দুটি ম্যাচ আমরা যেভাবে জিতেছি তাতে নিজেদের দৃঢ়তা দেখাতে পেরেছি।
মিরাজ-মাহমুদউল্লাহ, এর আগে মিরাজ-মোস্তাফিজ...শেষ উইকেট জুটিতে ৫১ রান করে জেতা সত্যি দারুণ। আর কালকে (পরশু) যখন ৬ উইকেট পড়ে গিয়েছিল, আমরা কেউ-ই আশা করিনি এত রান করতে পারব। এই উইকেটে আমিও ভেবেছিলাম ২২০-২৩০ করতে পারলে ভালো নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সেখান থেকে ২৭১ রান করা, সত্যিকার অর্থেই অনেক বড় দৃঢ়তা প্রদর্শন হয়েছে।’
টেস্ট দলে চমক জাকির
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে থাকা মিরাজরা গতকাল দুপুরে পৌঁছেছেন চট্টগ্রামে। সিরিজ জয়ের আমেজের মধ্যেই ঘোষণা করা হয়েছে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল। এই দলে চমকের নাম জাকির হাসান। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার। সিলেটের হয়ে ৪৪২ রান করেছিলেন। ভারত ‘এ’ দলের বিপক্ষে বেসরকারি টেস্টেও দুর্দান্ত খেলছেন। সেটিরই পুরস্কার পেয়েছেন জাকির।
চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। সর্বশেষ টেস্ট সিরিজে না থাকা মুশফিকুর রহিমও ফিরেছেন। তবে চোটে পড়ে এই টেস্টেও নেই তামিম ইকবাল। কুঁচকির চোটের কারণে তিনি ওয়ানডে সিরিজ ছিলেন না। ছন্দ হারিয়ে ফেলা মুমিনুল হক আছেন টেস্ট দলে। গত জুনে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাসেনি এনামুল হক বিজয়ের। তবু তাঁর ওপর আস্থা হারাননি নির্বাচকেরা, তাঁকে রেখেছেন দলে।
ওয়ানডে সিরিজের পর ১৪ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে