নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও সারের সরবরাহ ভালো থাকায় এবার সরিষা চাষে লাভের আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে ১ হাজার ৭৩০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার চাষ হয়েছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর জমিতে। এবার ১০ হাজার ২৯০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সম্প্রতি বেশ কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও আহসানগঞ্জ ইউনিয়নে সবচেয়ে বেশি সরিষা চাষ হয়েছে। সরিষা ফুলের হলুদ রঙে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে চাষিদের। কেউ জমিতে সেচ দিচ্ছেন, কেউ আবার কীটনাশক স্প্রে করছেন।
কথা হলে ভবানীপুর গ্রামের কৃষক আজাদ সরদার বলেন, ‘এ বছর পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। কৃষি অফিস থেকে কিছু বীজ পেয়েছিলাম, কিছুটা নিজে কিনেছি। গাছে ফুল এসেছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এবার বাম্পার ফলন পাওয়ার আশা করছি।’
শাহাগোলা গ্রামের চাষি মনিরুল ইসলাম জানান, কোনো প্রকার দুর্যোগ ও রোগবালাই না থাকায় এ বছর সরিষার ভালো ফলনের আশা করছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, বিগত বছরের তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ জমিতে এবার সরিষা চাষ হয়েছে। সঠিক সময়ে জমি চাষ যোগ্য হওয়ায় এলাকার কৃষকেরা সুযোগ বুঝে সরিষা চাষ করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রকার ক্ষতি না হলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরিষা ঘরে তুলে ওই জমিতে ইরি-বোরো চাষ করতে পারবেন কৃষকেরা। এতে করে আরও বেশি লাভবান হবেন তাঁরা।
নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও সারের সরবরাহ ভালো থাকায় এবার সরিষা চাষে লাভের আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে ১ হাজার ৭৩০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার চাষ হয়েছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর জমিতে। এবার ১০ হাজার ২৯০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সম্প্রতি বেশ কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও আহসানগঞ্জ ইউনিয়নে সবচেয়ে বেশি সরিষা চাষ হয়েছে। সরিষা ফুলের হলুদ রঙে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে চাষিদের। কেউ জমিতে সেচ দিচ্ছেন, কেউ আবার কীটনাশক স্প্রে করছেন।
কথা হলে ভবানীপুর গ্রামের কৃষক আজাদ সরদার বলেন, ‘এ বছর পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। কৃষি অফিস থেকে কিছু বীজ পেয়েছিলাম, কিছুটা নিজে কিনেছি। গাছে ফুল এসেছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এবার বাম্পার ফলন পাওয়ার আশা করছি।’
শাহাগোলা গ্রামের চাষি মনিরুল ইসলাম জানান, কোনো প্রকার দুর্যোগ ও রোগবালাই না থাকায় এ বছর সরিষার ভালো ফলনের আশা করছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, বিগত বছরের তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ জমিতে এবার সরিষা চাষ হয়েছে। সঠিক সময়ে জমি চাষ যোগ্য হওয়ায় এলাকার কৃষকেরা সুযোগ বুঝে সরিষা চাষ করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রকার ক্ষতি না হলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরিষা ঘরে তুলে ওই জমিতে ইরি-বোরো চাষ করতে পারবেন কৃষকেরা। এতে করে আরও বেশি লাভবান হবেন তাঁরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে