Ajker Patrika

উদ্বেগ বাড়াচ্ছে করোনা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২২, ১১: ৫৫
উদ্বেগ বাড়াচ্ছে করোনা

করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছিল রাজশাহী। কিন্তু আবারও শনাক্ত হচ্ছে করোনা রোগী। কয়েক দিন আগে এই জেলা করোনামুক্ত থাকলেও এখন শনাক্ত রোগীর সংখ্যা ১১। এ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে স্বাস্থ্য বিভাগের ধারণা, এই সংক্রমণ তেমন শক্তিশালী নয়। তবু স্বাস্থ্যবিধি মানতে জোর দেওয়া হচ্ছে।

রাজশাহীর সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ৮ জুন পর্যন্ত রাজশাহী জেলায় কোনো করোনা রোগী ছিল না। ৯ জুন ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের সংক্রমণ শনাক্ত হয়। এরপর ১৮ জুন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। ১৯ জুন আবারও নমুনা পরীক্ষা করা হয় ১৯ জনের। সেই পরীক্ষায় শনাক্ত হয়েছে দুজন। এরপর ২০ জুন ২১ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ২১ জুন৩১ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। ২২ জুন ৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ জন। সর্বশেষ ২৩ জুন ২৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ জন। গতকাল শুক্রবার সকালে জেলায় মোট করোনা রোগী ছিল ১১ জন। এ সময় সুস্থ হয়েছে একজন।

রাজশাহীর সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা একেবারেই নতুন কিছু নয়। এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। করোনা যেন না বাড়ে, সে জন্য আগে যে নির্দেশনাগুলো ছিল, সেগুলোই প্রতিপালন করতে বলা হচ্ছে। অনেকে মাস্ক পরার অভ্যাস ছেড়ে দিয়েছেন। আবার সবাইকে মাস্ক পরতে বলছি, যেন এটি মোকাবিলা করা যায়।’

আবু সাইদ মোহাম্মদ ফারুক আরও বলেন, রাজশাহীর প্রায় ৭৪ শতাংশের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আর ৭০ শতাংশের বেশি মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছে। প্রায় ৩০ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছে। পর্যাপ্ত টিকা আছে। যারা এখনো টিকা নেয়নি, তাদের টিকা নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরপরও করোনা যদি বেড়ে যায়, তার জন্য চিকিৎসার প্রস্তুতি রাখা হচ্ছে।

এদিকে রোগী কমে যাওয়ায় গত ১৩ মে থেকে বন্ধ রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট। তবে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। করোনা নিয়ে আবার সংকটময় পরিস্থিতি হলে আবারও করোনা ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, ‘এখন শক্তিশালী করোনা আসার আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে করোনা একেবারেই চলে যাবে না। এভাবেই দুর্বল হয়ে পৃথিবীতে থাকবে। এখন যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, তারা হাসপাতালে ভর্তি হওয়ার মতো নয়। তারপরও তাদের চিকিৎসার বিষয়টি আমাদের ভাবনায় আছে। রোগী বাড়লে রামেক হাসপাতাল তো বটেই, সদর হাসপাতাল বা শিশু হাসপাতালেও চিকিৎসার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত