শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ঈদ উপলক্ষে বেড়েছে মোটরসাইকেল ও ছোট গাড়ির চাপ। এ সব যানবাহনকে ঢাকা-আরিচা মহাসড়কের বদলে বিকল্প পথে ফেরিঘাটে পাঠাচ্ছে পুলিশ। তবে এতে সুবিধার বদলে উল্টো যাত্রী ও চালকদের ভোগান্তি হচ্ছে।
বিকল্প সড়কে গতকাল শুক্রবার প্রায় চার কিলোমিটার দীর্ঘ ছোট গাড়ির সারি দেখা গেছে। ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষার পর গাড়ি নিয়ে ফেরিতে উঠতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রী ও চালকেরা।
পাটুরিয়া নৌপথে ঈদে যাত্রী ও যানবাহন বেড়ে যাওয়ায় ছোট-বড় গাড়ি যাতায়াতের জন্য ভিন্ন ভিন্ন লেন করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকা থেকে ঘাটমুখী ছোট গাড়ি প্রাইভেট কার, মাইক্রোবাস, জিপসহ অন্যান্য ছোট গাড়ি আঞ্চলিক সড়ক যোগে রূপসা-নালী হয়ে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে পাঠানো হচ্ছে। ছোট গাড়ির চাপ এমনটাই ছিল যে পাটুরিয়া ৫ নম্বর ঘাট থেকে পেছনে প্রায় চার কিলোমিটার দীর্ঘ সারি দেখা যায়।
মাইক্রোবাসের যাত্রী নাসির উদ্দিন বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকা থেকে ছোট গাড়ির লাইনে আমাদের গাড়ি আঞ্চলিক সড়কে ঢুকিয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা। পাটুরিয়া ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার আঁকা-বাঁকা পথে আসতে সময় লেগেছে তিন ঘণ্টারও বেশি।’
প্রাইভেট কারের যাত্রী মহসিন রাজু বলেন, ‘ফেরিঘাটের বিকল্প পথে এসে আমরা লাইনে আটকে আছি। আমাদের সঙ্গে আসা অনেক গাড়ি আরও এক ঘণ্টা আগে সরাসরি ঘাটে পৌঁছেছে।’
প্রাইভেট কার চালক মোমিনুর রহমান বলেন, ‘আমি ছোট গাড়ির সারিতে না ঢুকে সরাসরি পাটুরিয়া ঘাটে এসেছি। সেখান থেকে আধা কিলোমিটার পথ পেরিয়ে ৩ নম্বর ফেরিঘাটে আসতে সময় লেগেছে প্রায় ১ ঘণ্টা।’ এদিকে, পাটুরিয়া ঘাটে ছোট গাড়ির চাপ কিছুটা থাকলেও বড় গাড়ির চাপ নেই বললেই চলে। দূরপাল্লার বাস ঘাটে আসামাত্র সহজেই ফেরিতে উঠতে পারছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকলেও কিছু জরুরি পণ্যবাহী গাড়ি যথারীতি পারাপার করা হচ্ছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ঈদ উপলক্ষে বেড়েছে মোটরসাইকেল ও ছোট গাড়ির চাপ। এ সব যানবাহনকে ঢাকা-আরিচা মহাসড়কের বদলে বিকল্প পথে ফেরিঘাটে পাঠাচ্ছে পুলিশ। তবে এতে সুবিধার বদলে উল্টো যাত্রী ও চালকদের ভোগান্তি হচ্ছে।
বিকল্প সড়কে গতকাল শুক্রবার প্রায় চার কিলোমিটার দীর্ঘ ছোট গাড়ির সারি দেখা গেছে। ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষার পর গাড়ি নিয়ে ফেরিতে উঠতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রী ও চালকেরা।
পাটুরিয়া নৌপথে ঈদে যাত্রী ও যানবাহন বেড়ে যাওয়ায় ছোট-বড় গাড়ি যাতায়াতের জন্য ভিন্ন ভিন্ন লেন করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকা থেকে ঘাটমুখী ছোট গাড়ি প্রাইভেট কার, মাইক্রোবাস, জিপসহ অন্যান্য ছোট গাড়ি আঞ্চলিক সড়ক যোগে রূপসা-নালী হয়ে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে পাঠানো হচ্ছে। ছোট গাড়ির চাপ এমনটাই ছিল যে পাটুরিয়া ৫ নম্বর ঘাট থেকে পেছনে প্রায় চার কিলোমিটার দীর্ঘ সারি দেখা যায়।
মাইক্রোবাসের যাত্রী নাসির উদ্দিন বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকা থেকে ছোট গাড়ির লাইনে আমাদের গাড়ি আঞ্চলিক সড়কে ঢুকিয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা। পাটুরিয়া ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার আঁকা-বাঁকা পথে আসতে সময় লেগেছে তিন ঘণ্টারও বেশি।’
প্রাইভেট কারের যাত্রী মহসিন রাজু বলেন, ‘ফেরিঘাটের বিকল্প পথে এসে আমরা লাইনে আটকে আছি। আমাদের সঙ্গে আসা অনেক গাড়ি আরও এক ঘণ্টা আগে সরাসরি ঘাটে পৌঁছেছে।’
প্রাইভেট কার চালক মোমিনুর রহমান বলেন, ‘আমি ছোট গাড়ির সারিতে না ঢুকে সরাসরি পাটুরিয়া ঘাটে এসেছি। সেখান থেকে আধা কিলোমিটার পথ পেরিয়ে ৩ নম্বর ফেরিঘাটে আসতে সময় লেগেছে প্রায় ১ ঘণ্টা।’ এদিকে, পাটুরিয়া ঘাটে ছোট গাড়ির চাপ কিছুটা থাকলেও বড় গাড়ির চাপ নেই বললেই চলে। দূরপাল্লার বাস ঘাটে আসামাত্র সহজেই ফেরিতে উঠতে পারছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকলেও কিছু জরুরি পণ্যবাহী গাড়ি যথারীতি পারাপার করা হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে