নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফাঁকা হয়ে গেছে বরিশালে বিএনপি কার্যালয়। গতকাল বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতেও সীমিত অবস্থান দেখা গেছে নেতা-কর্মীদের। কারণ হিসেবে জানা গেছে, বরিশালের অধিকাংশ নেতা-কর্মী এরই মধ্যে রাজধানীতে অবস্থান করছেন। গ্রেপ্তার ও গায়েবি মামলা থেকে রেহাই পেতে নিজ নিজ উদ্যোগে তাঁরা কয়েক দিন আগে থেকেই বরিশাল ছেড়েছেন।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাজধানীর নির্দিষ্ট স্থান থেকে ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা আঁটছেন বরিশালের নেতা-কর্মীরা। এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ১০ ডিসেম্বর ইস্যুতে নগরের আইনশৃঙ্খলা রক্ষায় তাঁরা
প্রস্তুত আছেন।
মঠবাড়িয়ায় বিএনপিদলীয় সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন দুলাল জানান, তাঁর তিন কর্মীকে পুলিশ আটক করেছে। একজনকে মঠবাড়িয়া এবং দুজনকে সদরঘাট থেকে আটক করা হয়।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান জানান, বাকেরগঞ্জ থেকে তিন নেতাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে ৯২ জনকে। মামলা আর গ্রেপ্তার এড়িয়ে নেতা-কর্মীরা ঢাকায় চলে এসেছেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জানান, তাঁরা ১০ ডিসেম্বরের সমাবেশে অংশ নিতে অধিকাংশই এখন ঢাকায়।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না। তাই ১০ ডিসেম্বরে বরিশাল বিএনপির সবাই যাঁর যাঁর মতো করে যেখানে পৌঁছার পৌঁছে গেছে।
তবে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, আওয়ামী লীগ ১০ ডিসেম্বর ইস্যুতে কোনো কর্মসূচি দিয়ে বিএনপিকে সুযোগ করে দেবে না। তাঁরা বরিশালে যে সমাবেশ করেছে, তাতে কি আওয়ামী লীগ বাধা দিয়েছে। তিনিজানান, ষড়যন্ত্র করলে এর উচিত জবাব দেবে আওয়ামী লীগ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন বলেন, পুলিশ যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। সে হিসেবে ১০ ডিসেম্বর ঘিরেও প্রস্তুত আছে।
ফাঁকা হয়ে গেছে বরিশালে বিএনপি কার্যালয়। গতকাল বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতেও সীমিত অবস্থান দেখা গেছে নেতা-কর্মীদের। কারণ হিসেবে জানা গেছে, বরিশালের অধিকাংশ নেতা-কর্মী এরই মধ্যে রাজধানীতে অবস্থান করছেন। গ্রেপ্তার ও গায়েবি মামলা থেকে রেহাই পেতে নিজ নিজ উদ্যোগে তাঁরা কয়েক দিন আগে থেকেই বরিশাল ছেড়েছেন।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাজধানীর নির্দিষ্ট স্থান থেকে ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা আঁটছেন বরিশালের নেতা-কর্মীরা। এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ১০ ডিসেম্বর ইস্যুতে নগরের আইনশৃঙ্খলা রক্ষায় তাঁরা
প্রস্তুত আছেন।
মঠবাড়িয়ায় বিএনপিদলীয় সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন দুলাল জানান, তাঁর তিন কর্মীকে পুলিশ আটক করেছে। একজনকে মঠবাড়িয়া এবং দুজনকে সদরঘাট থেকে আটক করা হয়।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান জানান, বাকেরগঞ্জ থেকে তিন নেতাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে ৯২ জনকে। মামলা আর গ্রেপ্তার এড়িয়ে নেতা-কর্মীরা ঢাকায় চলে এসেছেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জানান, তাঁরা ১০ ডিসেম্বরের সমাবেশে অংশ নিতে অধিকাংশই এখন ঢাকায়।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না। তাই ১০ ডিসেম্বরে বরিশাল বিএনপির সবাই যাঁর যাঁর মতো করে যেখানে পৌঁছার পৌঁছে গেছে।
তবে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, আওয়ামী লীগ ১০ ডিসেম্বর ইস্যুতে কোনো কর্মসূচি দিয়ে বিএনপিকে সুযোগ করে দেবে না। তাঁরা বরিশালে যে সমাবেশ করেছে, তাতে কি আওয়ামী লীগ বাধা দিয়েছে। তিনিজানান, ষড়যন্ত্র করলে এর উচিত জবাব দেবে আওয়ামী লীগ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন বলেন, পুলিশ যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। সে হিসেবে ১০ ডিসেম্বর ঘিরেও প্রস্তুত আছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে