রঞ্জন কুমার দে, শেরপুর (বগুড়া)
পাঁচ বছর আগেও ছিল আবাদি জমি। চাষ হতো বিভিন্ন ফসল। কিন্তু এখন আর বোঝার উপায় নেই। দেখে মনে হবে যেন উন্মুক্ত জলাশয়। বগুড়ার শেরপুর উপজেলার ভাতারিয়া গ্রামে ২৫ বিঘা জমি থেকে বালু উত্তোলন করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, স্থানীয় রেজাউল করিম লাভলু নামের এক ব্যক্তি পাঁচ বছর আগে ইটভাটায় মাটি বিক্রির জন্য প্রায় তিন বিঘা জমিতে পুকুর খনন করেন। পরে পুকুর থেকে ড্রেজার দিয়ে শুরু করেন মাটি ও বালু উত্তোলন। এর ফলে পাশের জমিগুলোতে ভাঙন শুরু হয়। জমির মালিকেরা প্রতিবাদ করলে মেলে নির্যাতন। তাই বাধ্য হয়েই তাঁরা লাভলুর কাছে জমি বিক্রি করে দেন। এভাবে ক্রমান্বয়ে পুকুরের পরিধি বাড়তে থাকে। এখন তা ২৫ বিঘা ছাড়িয়ে গেছে।
গঞ্জের আলী নামের এক বৃদ্ধ বলেন, ‘মাঠে আমার সাড়ে তিন বিঘা জমি আছে। আইল ঘেঁষে বালু তোলার কারণে বারবার জমি ধসে যায়। পানি দিলে তা দ্রুত শেষ হয়ে যায়। কেউ প্রতিবাদ করার সাহস পান না।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘এখান থেকে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক বালু সরবরাহ করা হয়। আমরা কিছু বলার সাহস পাই না। এর আগে প্রতিবাদ করায় একজনকে লাভলু অনেক মারধর করেছে। কোনো বিচার হয়নি।’
তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন লাভলু। তিনি বলেন, ‘এখানে আমার নিজের ৫০ বিঘা জমি আছে। এখানকার জমির আগের মালিকেরা অনেক দূরে থাকেন। তাই তাঁরা স্বেচ্ছায় আমার কাছে জমি বিক্রি করেছেন। এখানে কোনো আবাদি জমি ছিল না। আগে থেকেই বিল ছিল। গরুর খামার করার জন্য সামান্য বালু তুলে রাস্তার পাশের জায়গা উঁচু করেছি। সরকার আইন করার পর সব বন্ধ রেখেছি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী জানান, বালু তোলার সংবাদ পেয়ে সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাতারিয়া গ্রামে অভিযান চালিয়েছেন। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনের কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
ইউএনও বলেন, ‘শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি বা বালু উত্তোলন বন্ধ করা সম্ভব নয়। তাই ক্ষতিগ্রস্ত জনসাধারণকে নিয়মিত মামলা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে কয়েকজন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আদালতে মামলা করেছিলেন। এ কার্যক্রম জোরদার করার জন্য উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হবে।’
পাঁচ বছর আগেও ছিল আবাদি জমি। চাষ হতো বিভিন্ন ফসল। কিন্তু এখন আর বোঝার উপায় নেই। দেখে মনে হবে যেন উন্মুক্ত জলাশয়। বগুড়ার শেরপুর উপজেলার ভাতারিয়া গ্রামে ২৫ বিঘা জমি থেকে বালু উত্তোলন করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, স্থানীয় রেজাউল করিম লাভলু নামের এক ব্যক্তি পাঁচ বছর আগে ইটভাটায় মাটি বিক্রির জন্য প্রায় তিন বিঘা জমিতে পুকুর খনন করেন। পরে পুকুর থেকে ড্রেজার দিয়ে শুরু করেন মাটি ও বালু উত্তোলন। এর ফলে পাশের জমিগুলোতে ভাঙন শুরু হয়। জমির মালিকেরা প্রতিবাদ করলে মেলে নির্যাতন। তাই বাধ্য হয়েই তাঁরা লাভলুর কাছে জমি বিক্রি করে দেন। এভাবে ক্রমান্বয়ে পুকুরের পরিধি বাড়তে থাকে। এখন তা ২৫ বিঘা ছাড়িয়ে গেছে।
গঞ্জের আলী নামের এক বৃদ্ধ বলেন, ‘মাঠে আমার সাড়ে তিন বিঘা জমি আছে। আইল ঘেঁষে বালু তোলার কারণে বারবার জমি ধসে যায়। পানি দিলে তা দ্রুত শেষ হয়ে যায়। কেউ প্রতিবাদ করার সাহস পান না।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘এখান থেকে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক বালু সরবরাহ করা হয়। আমরা কিছু বলার সাহস পাই না। এর আগে প্রতিবাদ করায় একজনকে লাভলু অনেক মারধর করেছে। কোনো বিচার হয়নি।’
তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন লাভলু। তিনি বলেন, ‘এখানে আমার নিজের ৫০ বিঘা জমি আছে। এখানকার জমির আগের মালিকেরা অনেক দূরে থাকেন। তাই তাঁরা স্বেচ্ছায় আমার কাছে জমি বিক্রি করেছেন। এখানে কোনো আবাদি জমি ছিল না। আগে থেকেই বিল ছিল। গরুর খামার করার জন্য সামান্য বালু তুলে রাস্তার পাশের জায়গা উঁচু করেছি। সরকার আইন করার পর সব বন্ধ রেখেছি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী জানান, বালু তোলার সংবাদ পেয়ে সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাতারিয়া গ্রামে অভিযান চালিয়েছেন। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনের কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
ইউএনও বলেন, ‘শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি বা বালু উত্তোলন বন্ধ করা সম্ভব নয়। তাই ক্ষতিগ্রস্ত জনসাধারণকে নিয়মিত মামলা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে কয়েকজন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আদালতে মামলা করেছিলেন। এ কার্যক্রম জোরদার করার জন্য উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে