Ajker Patrika

পরীমণির জন্য গাইলেন মমতাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০: ৫৮
পরীমণির জন্য গাইলেন মমতাজ

প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করছেন অরণ্য আনোয়ার। ‘মা’ নামের এই ছবির মূল চরিত্রে অভিনয় করবেন পরীমণি। এর মধ্যে ছবির শুটিং শুরু হলেও পরী তাতে অংশ নেবেন জানুয়ারিতে। তার আগেই তৈরি হলো পরীর জন্য বিশেষ গান। গেয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ।

‘নাচে খুশিতে মন আজ দিশেহারা, দুটি নয়নে ফুটেছে স্বপ্নতারা’—মাহী ফ্লোরার লেখা এমন কথায় গানটির সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুনতাসীর। সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। বুধবার গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ।

জানা গেছে, এই গান ছবিতে ব্যবহার হবে পরীমণির নবজাতককে স্বাগত জানানোর অনুষ্ঠানে। মূলত এই গানের মধ্য দিয়েই ছবির গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যাজেডি।

নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘গানের সুর করার আগে পর্যন্ত মমতাজের কথা ভাবিনি। ডামি তৈরির পর মনে হলো, এই গানের জন্য মমতাজই সেরা।’

একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবির চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার নিজেই। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে ‘মা’ ছবিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত