Ajker Patrika

লবি চেয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২২, ১৬: ১৯
লবি চেয়ার

বাসা কিংবা অফিস যেকোনো জায়গাতেই মানিয়ে যায় লবি চেয়ার। এক কাপ কফি হাতে একটু আরাম করে বসে কফি পান করতে বেছে নিতে পারেন এ ধরনের চেয়ার। অফিস রুমের এক কোণে দুটি লবি চেয়ার ও একটি সেন্টার টেবিল বাড়িয়ে দিতে পারে ঘরটির সৌন্দর্য। বাসাতেও তাই। আপনার বাসায় যদি খোলা বারান্দা থাকে সেখানে পছন্দের পাতাবাহার ও ফুলের গাছ লাগাতে পারেন। অন্য একপাশে লবি চেয়ার রাখতে পারেন। অবসরের বিকেল কিংবা সন্ধ্যায় পছন্দের বই হাতে নিয়ে কাটিয়ে দিতে পারেন অনেকটা সময়।

কেন কিনবেন

  • এ ধরনের চেয়ার দেখতে বেশ আকর্ষণীয়।
  • চেয়ারে ফোম থাকায় বসে আরাম মেলে।
  • আধুনিক ও স্টাইলিশ এ চেয়ার ঘরের সৌন্দর্য বাড়াতেও সাহায্য করবে।
  • লবি চেয়ার ঘর আকর্ষণীয় করবে।

লবি চেয়ার বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। অনেক উঁচু, মাঝারি উঁচু ইত্যাদি পছন্দমতো মাপের চেয়ার বেছে নিতে পারেন। বাসার জন্য মাঝারি উঁচু মাপের চেয়ার বাছাই করতে পারেন। কিছু কিছু চেয়ারের ফ্রেম থাকে স্টিলের। আবার কোনো ব্র্যান্ড কাঠের ফ্রেম দিয়ে তৈরি করে এ ধরনের চেয়ার। তিনকোনা, চারকোনা, কিছুটা বৃত্তাকার আকৃতির ফ্রেমে ডিজাইন করা হয় এ ধরনের চেয়ার। আপনার রুচি ও পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন লবি চেয়ার।

দরদাম

আসবাবের প্রায় সব ব্র্যান্ড লবি চেয়ার তৈরি করে। এ ধরনের চেয়ারের দাম সাধারণ চেয়ারের তুলনায় একটু বেশি। একটি লবি চেয়ার কিনতে দাম গুনতে হবে ৮ হাজার থেকে ২০ হাজার টাকা। এক সেট অর্থাৎ দুটো চেয়ার কিনতে গুনতে হবে ৩৫ থেকে ৪০ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত