রাজশাহী প্রতিনিধি
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১ হাজার ৮৬৭ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন পায়।
বহু কাঙ্ক্ষিত এ প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।
প্রকল্প অনুমোদনের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর বড়বনগ্রাম, বারইপাড়া ও বাজে সিলিন্দা মৌজায় প্রায় ৬৮ একর জায়গার ওপর নির্মিত হবে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুরুতে এখানে ১০টি অনুষদের অধীন ৬৮টি বিভাগের মাধ্যমে প্রতিবছর ৭৮০ জন গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এখানে চিকিৎসক-নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে। উন্নত চিকিৎসার আওতায় আসবে উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষ। প্রতিবছর চিকিৎসার জন্য বাইরে চলে যাওয়া ৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। নগরীর অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে এ বিশ্ববিদ্যালয়।
প্রকল্পের অনুমোদন দেওয়ায় গতকাল এক বিবৃতিতে সিটি মেয়র খায়রুজ্জামান বলেন, ‘আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প উপহার দেওয়ায় আমি রাজশাহীবাসী তথা সমগ্র উত্তরাঞ্চলবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষানগরী রাজশাহী আরও অনেক দূর এগিয়ে যাবে।’
২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এখনো অস্থায়ী কার্যালয়েই কার্যক্রম চলছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। এখন প্রকল্প অনুমোদন হওয়ায় প্রাথমিক পর্যায়ে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মসজিদ, স্কুল, ডে-কেয়ার সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরি, ভিসির বাসভবন, ডরমিটরি, মেডিকেল গ্যাস প্ল্যান্টসহ মোট ২১টি গুরুত্বপূর্ণ ভবন নির্মাণ হবে বলে জানিয়েছেন উপাচার্যের একান্ত সচিব মো. ইসমাঈল হোসেন।
এদিকে উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, যোগদানের এত অল্প সময়ের মধ্যে এই প্রকল্প অনুমোদন করিয়ে আনাটা কঠিন ছিল। সবার সহযোগিতায় সম্ভব হয়েছে।
একনেকে প্রকল্প অনুমোদন হওয়ায় বাকি কাজগুলো এখন দ্রুতই শুরু করা যাবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১ হাজার ৮৬৭ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন পায়।
বহু কাঙ্ক্ষিত এ প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।
প্রকল্প অনুমোদনের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর বড়বনগ্রাম, বারইপাড়া ও বাজে সিলিন্দা মৌজায় প্রায় ৬৮ একর জায়গার ওপর নির্মিত হবে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুরুতে এখানে ১০টি অনুষদের অধীন ৬৮টি বিভাগের মাধ্যমে প্রতিবছর ৭৮০ জন গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এখানে চিকিৎসক-নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে। উন্নত চিকিৎসার আওতায় আসবে উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষ। প্রতিবছর চিকিৎসার জন্য বাইরে চলে যাওয়া ৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। নগরীর অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে এ বিশ্ববিদ্যালয়।
প্রকল্পের অনুমোদন দেওয়ায় গতকাল এক বিবৃতিতে সিটি মেয়র খায়রুজ্জামান বলেন, ‘আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প উপহার দেওয়ায় আমি রাজশাহীবাসী তথা সমগ্র উত্তরাঞ্চলবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষানগরী রাজশাহী আরও অনেক দূর এগিয়ে যাবে।’
২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এখনো অস্থায়ী কার্যালয়েই কার্যক্রম চলছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। এখন প্রকল্প অনুমোদন হওয়ায় প্রাথমিক পর্যায়ে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মসজিদ, স্কুল, ডে-কেয়ার সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরি, ভিসির বাসভবন, ডরমিটরি, মেডিকেল গ্যাস প্ল্যান্টসহ মোট ২১টি গুরুত্বপূর্ণ ভবন নির্মাণ হবে বলে জানিয়েছেন উপাচার্যের একান্ত সচিব মো. ইসমাঈল হোসেন।
এদিকে উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, যোগদানের এত অল্প সময়ের মধ্যে এই প্রকল্প অনুমোদন করিয়ে আনাটা কঠিন ছিল। সবার সহযোগিতায় সম্ভব হয়েছে।
একনেকে প্রকল্প অনুমোদন হওয়ায় বাকি কাজগুলো এখন দ্রুতই শুরু করা যাবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে