Ajker Patrika

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান

টাঙ্গাইল সংবাদদাতা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ২৩
প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান

প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করাসহ ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার আহ্বায়ক ইসরাত জাহান, সভাপতি নূর আলম সিদ্দিকী, রান ডেভেলপমেন্ট ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, মৌসুমী লিজা আইসড়া বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, আমিনা খাতুন পউস অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন আব্দুল হাই বনগ্রাম শহীদ মুক্তিযোদ্ধা অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, খন্দকার আসলাম সবুজ পল্লী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, মো. বুলবুল জমিরউদ্দিন ফকির অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, তৌহিদুর রহমান পলিশা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, মো. আমজাদ আলী চেচুয়াজানি বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক ও মফিজ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়সহ জেলার অন্যান্য উপজেলা থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহআলমের কাছে স্মারক লিপি পৌঁছে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত