Ajker Patrika

মিরসরাই ও লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

লোহাগাড়া ও মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৭
মিরসরাই ও লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের লোহাগাড়া ও মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। গত শনিবার ও গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত হন চালক ও তাঁর সহকারী।

তাঁদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক চালক মো. হেলালকে (৪২) মৃত ঘোষণা করেন। আর তাঁর সহকারী মোস্তফাকে (৪০) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান।

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক এমরান উদ্দিন বলেন, চালক ভোরে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

এদিকে চট্টগ্রামের লোহাগাড়ায় পাওয়ারটিলারের ধাক্কায় দেয়াল ধসে তানিশা আকতার (৭) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আবদুল আলিম সিকদারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

তানিশা একই এলাকার মোহাম্মদ রফিকের মেয়ে। সে ১ নম্বর বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানিশা গত শনিবার দুপুরে বাড়ির পাশের দোকানে ময়দা কিনতে গিয়েছিল। ময়দা কিনে বাড়ি ফেরার পথে একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মোজাম্মেলের বাড়ির দেয়ালে ধাক্কা দেয়। এতে দেয়াল ধসে পড়ে তানিশা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চুনতী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শিশির বিন্দু ধর ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে তানিশার পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত