Ajker Patrika

খুবি ভিসির সঙ্গে সাক্ষাৎ কেডিএ চেয়ারম্যানের

খুবি প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ০৫
খুবি ভিসির সঙ্গে সাক্ষাৎ কেডিএ চেয়ারম্যানের

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খুবি উপাচার্যের কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান।

কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খুলনার উন্নয়নে বিশ্ববিদ্যালয় এবং কেডিএ যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। কেডিএর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা রাখতে পারে।’

উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেডিএর প্রত্যাশিত যেকোনো বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ক্রেস্ট উপহার দেন।

উপাচার্য কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানকেও বিশ্ববিদ্যালয়ের ক্রেস্ট উপহার দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, কেডিএর নগর-পরিকল্পনা কর্মকর্তা মো. তানভির আহমেদ এবং স্থপতি জিনিয়া হক পিংকি উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত