Ajker Patrika

ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা

আবুল কাসেম, সাতক্ষীরা
আপডেট : ২২ জুন ২০২২, ১৮: ১৩
ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা

পদ্মা সেতু চালুর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যে নতুন গতি পাবে দেশের সর্ব দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায়। আম, মাছ ও সবজি বহনে এ সেতু পালন করবে যুগান্তকারী ভূমিকা। ভোমরা স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে আসবে নতুন গতি। এ ছাড়া সুন্দরবন পর্যটনে ব্যাপক জনসমাগমের আশা সংশ্লিষ্টদের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৫ হাজারেরও বেশি বাগানে বাণিজ্যিকভাবে আম চাষ হয়। খেতে সুস্বাদু ও আগে পেঁকে যায় বলে দেশ-বিদেশে এর চাহিদা প্রচুর। জেলায় এবার ৩৫ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে। ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানিও হয়েছে।

তবে আম বাণিজ্যের প্রধান বাঁধা আরিচা ফেরিঘাট। সাতক্ষীরার আম ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে পচে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া চড়ামূল্যে আম বহন করে পরিবহন সার্ভিসগুলো।

প্রসঙ্গে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, জেলায় উদ্বৃত্ত সবজি উৎপাদন হয়। এ ছাড়া এখানকার আমের খ্যাতি দেশ-বিদেশ জোড়া। কিন্তু ঢাকায় কাচা পৌঁছাতে ২ থেকে ৩ দিন দেরি হওয়ায় কাঁচামাল ব্যবসায়ে আমরা পিছিয়ে ছিলাম। পদ্মা সেতু চালু হলে পরিবহন খরচও কমবে। পাশাপাশি মাত্র কয়েকঘন্টায় আমরা ঢাকার বাজার ধরতে পারব।

মাছ উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম জেলা সাতক্ষীরা। মাছ পরিবহনে ফেরিঘাটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো ব্যবসায়ীদের। পদ্মা সেতু দিয়ে সহজে মাছ বহন করতে পারার সুবিধা পাবে সাতক্ষীরার ব্যবসায়ী ও উৎপাদনকারীরা।

সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, জেলায় শুধু ৫৫ হাজার ঘেরে বাগদা চাষ হয়। ৬৭ হাজার হেক্টর জমিতে বাগদা উৎপাদন হয় ৩২ হাজার মেট্রিক টন। আর গলদা, হরিণসহ সাদা মাছের উৎপাদন প্রায় ১ লাখ মেট্রিক টন।

এ বিষয়ে জেলা মৎস্য চাষি সমিতির সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম বাবলা বলেন, পদ্মা সেতু চালু হলে মাছ চাষ ও বহনে যুগান্তকারী পরিবেশ সৃষ্টি হবে। বিশেষ করে কক্সবাজার থেকে যে রেনু আসে, তা ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ঘেরে ছাড়া সম্ভব হবে।

পদ্মা সেতু চালু হওয়ার পরে ভোমরা স্থলবন্দরে নতুন করে ব্যবসা-বাণিজ্যে গতি ফিরে আসার আশা জেগেছে। বিশেষ করে কলকাতা থেকে ভোমরার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার হওয়াতে সম্ভাবনার নতুন স্বপ্ন দেখছেন কেউ কেউ।

এ বিষয়ে ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আল ফেরদাউস আলফা জানান, আরিচা ঘাট পার হওয়ার বিড়ম্বনায় ঢাকার পেঁয়াজ ও মাছ ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দরে আসতেননা। এখন থেকে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করেন ভোমরা স্থলবন্দরের এই ব্যবসায়ী।

তিনি আরও জানান, ভোমরা স্থলবন্দরের রাজস্ব আহরণের টার্গেট প্রায় ১ হাজার কোটি টাকা। কিন্তু প্রতিবছরই টার্গেট ঘাটতি থাকছে। পদ্মা সেতু চালু হওয়ার পরে এ ঘাটতি আর থাকবে না বলে আশা করেন তিনি। পদ্মা সেতু চালু হলে সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব কমে যাবে কমপক্ষে ১০০ কিলোমিটার । সঙ্গে দূর হবে ফেরি পারাপারের বিড়ম্বনা।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এতদিন যোগাযোগব্যবস্থা খারাপ থাকার জন্য সুন্দরবন ভ্রমণে বাইরে থেকে তেমন কেউ আসেননি।

এ প্রসঙ্গে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের ঊর্ধ্বতন সহসভাপতি এহসান বাহার বুলবুল জানান, পদ্মা সেতু চালুর মাধ্যমে সাতক্ষীরায় আম ও মাছ ভিত্তিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠা হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া সুন্দরবনেও পর্যটক বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত