Ajker Patrika

সয়াবিন তেলের দাম কমেনি খুচরা বাজারে

জসিম উদ্দিন, নীলফামারী
সয়াবিন তেলের দাম কমেনি খুচরা বাজারে

ভোজ্যতেলের দাম কমানোর সুফল পাচ্ছে না নীলফামারীর ভোক্তারা। খুচরা বিক্রেতারা আগের বাড়তি দরেই তেল বিক্রি করছেন। তাঁদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার থেকে অভিযানে নামার ঘোষণা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমিয়ে গত মঙ্গলবার থেকে বিক্রির ঘোষণা দেয়। কিন্তু এই কম দরে জেলায় মিলছে না তেল।

গতকাল বুধবার জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯০ থেকে ১৯২, পাঁচ লিটারের বোতল ৯৩৫ থেকে ৯৪৫ এবং খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭০ থেকে ১৭২ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়ে গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়।

সংগঠনটি বোতলজাত প্রতি লিটার তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা, পাঁচ লিটারের বোতলে ৬৫ টাকা কমিয়ে ৮৮০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৭ টাকা কমিয়ে ১৫৮ টাকা নির্ধারণ করে। গত মঙ্গলবার থেকেই বাজারে এ দর কার্যকর হওয়ার কথা।

নীলফামারী পৌর মার্কেট-সংলগ্ন প্রিয় সুপার শপের স্বত্বাধিকারী আকতার হোসেন স্বপন জানান, কোম্পানিগুলো দাম কমানোর সিদ্ধান্ত নিলেও খুচরা বাজারে নতুন দরের তেল এখনো সরবরাহ করেনি। এ ছাড়া প্রতিটি দোকানে এখনো বিভিন্ন কোম্পানির আগের প্রচুর তেল রয়েছে। সেগুলো বিক্রি শেষ না হলে নতুন তেল ক্রয়ের আদেশ দিতে চান না খুচরা বিক্রেতারা। লিটারে ১৪ টাকা কমে বিক্রি করলে অনেক টাকা লোকসান হবে। বিষয়টি অনেক ভোক্তাও বুঝতে চান না। ফলে দোকানদারের সঙ্গে প্রতিদিন ছোটখাটো গণ্ডগোল বাধছে। ভোক্তা পর্যায়ে নতুন দরের তেল পেতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগবে।

সৈয়দপুর রেলওয়ে বাজারে তেল কিনতে আসা চাকরিজীবী শফিকুল ইসলাম বলেন, যখন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, তখন সঙ্গে সঙ্গে বাজারে বেড়ে যায় আর কমানোর ঘোষণা দেওয়ার দুই দিন পরও তা কমে না। সে সময় পুরোনো দরে কেনা তেল নতুন দরে বিক্রি করে। এখন বেশি দামে কেনা তেল কম দরে বিক্রি করলে লোকসান হবে-এটা তাঁদের টালবাহানা। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছামতো দামে তেল বিক্রি করছেন।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম আজকের পত্রিকাকে জানান, ভোক্তারা ন্যায্য দামে তেল পাবেন। এ লক্ষ্যে বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হবে। ভোক্তাদের কাছে ঘোষিত মূল্যে তেল বিক্রি না করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত