মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০৮: ৫৫
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ৪৪

গাইবান্ধার ফুলছড়িতে মাদকাসক্ত ছেলে রাশেদ মিয়া (৩৫) কে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিয়েছেন মা আমেনা বেগম (৫৩)। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলনের ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাশেদ মিয়াকে এক মাসের কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করেন। পরে পুলিশ তাঁকে জেলা কারাগারে পাঠায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাশেদ মিয়া দুই সন্তানের বাবা। তিনি সংসারের কোনো দায়িত্ব পালন না করে দীর্ঘদিন ধরে হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়েন। মা আমেনা বেগমসহ পরিবারের সদস্যরা বাধা দিয়েও তাঁকে মাদক থেকে ফেরাতে পারেননি। রাশেদ মিয়া পরিবারের সদস্য ছাড়াও প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁর আচরণে অতিষ্ঠ হয়ে মা আমেনা বেগম গতকাল সকালে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।

মা আমেনা বেগম বলেন, ‘শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি, আমার একমাত্র ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত