ক্রীড়া ডেস্ক
টেনিসে ব্রিটেনকে লম্বা সময় পর আশার আলো দেখাচ্ছেন এমা রাদুকানু। গত বছর ইউএস ওপেন জেতার পর ব্রিটিশ সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে মাতামাতিরও যেন শেষ নেই। রাদুকানুকে দিয়েই টেনিসে নিজেদের দাপট নতুন করে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিল দেশটি।
তবে বাস্তবতা বলছে ভিন্ন কিছু। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের পর এবার উইম্বলডনেও দ্বিতীয় রাউন্ডে থেমে গেছে তাঁর যাত্রা। রাদুকানু কি তবে এক টুর্নামেন্টের চমক? নাকি তাঁর উত্থান-পতনের পেছনে রয়েছে অন্য গল্প।
নারীদের টেনিস সব সময়ই অনিশ্চয়তায় ঘেরা। এই মঞ্চের রানি বদলাতেও সময় লাগে না। বেশির ভাগ সময়েই বিজয়ীরা আসেন চমক হয়ে। এক-দুটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সাফল্য পেয়ে এরপর সেটি আর ধরে রাখতে পারেন না। লম্বা সময় ধরে এই ছবিই দেখা যাচ্ছে। সেরেনা উইলিয়ামস-যুগ শেষ হওয়ার পর গত কয়েক বছরে ধারাবাহিক হওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন নাওমি ওসাকা ও অ্যাশলে বার্টি। মানসিক অবসাদে ভোগা ওসাকা আড়ালে চলে গিয়েছেন ছন্দ হারিয়ে। আর বার্টি তো টেনিসকে অবেলায় বিদায়ই বলে দিয়েছেন। দুবারের ফ্রেঞ্চ ওপেন জয়ী ও এই শতকে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়া ইগা সিয়াতেকও আছেন আলোচনায়। তবে মাটির কোর্টের বাইরে এখনো নিজেকে প্রমাণ করা বাকি সিয়াতেকের। গত কিছুদিনে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে রাদুকানুকে নিয়েও মাতামাতি ছিল চোখে পড়ার মতো। তবে যত গর্জে তত বর্ষেনি। টানা তিনটি গ্র্যান্ড স্লামে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে।
রাদুকানুর ব্যর্থতার বড় একটি কারণ হিসেবে সামনে আসছে চোট। গতবারের উইম্বলডনের ঝলক দেখালেও চোট নিয়ে বেশি দূর এগোতে পারেননি। এরপর রেকর্ড বই তছনছ করে জিতেছেন ইউএস ওপেন। যখন আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা, তখন থেকেই ছন্দহীনতা আর চোট নিয়ে ভুগছেন এই ব্রিটিশ তরুণী। উইম্বলডনে ব্যর্থতার পর সামনে আসছে তাঁর মাংসপেশির টানের প্রসঙ্গ। এই চোটে ঠিকঠাক প্রস্তুতি নিতে না পারাতেই নাকি রাদুকানুর এমন হার। সে সঙ্গে এসেছে চাপ নিতে না পারার প্রসঙ্গও।
ক্যারোলিন গার্সিয়ার কাছে সরাসরি ৬-৩, ৬-৩ গেমে উড়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে চাপের কাছে হেরে গেলেন কি না জানতে চাওয়া হয়েছিল রাদুকানুর কাছে। উত্তরে তিনি বলেছেন, ‘কোনো চাপ নেই। কেন চাপ থাকবে? আমার বয়স ১৯। আর আক্ষরিক অর্থেই একটি গ্র্যান্ড স্লাম জিতেছি।’
চোট কিংবা প্রস্তুতির ঘাটতি—কারণ যা-ই হোক, রাদুকানুর সামনের পথটা বেশ কঠিন। টেনিস বিশ্বে দাপট দেখাতে হলে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে তাঁকে।
টেনিসে ব্রিটেনকে লম্বা সময় পর আশার আলো দেখাচ্ছেন এমা রাদুকানু। গত বছর ইউএস ওপেন জেতার পর ব্রিটিশ সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে মাতামাতিরও যেন শেষ নেই। রাদুকানুকে দিয়েই টেনিসে নিজেদের দাপট নতুন করে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিল দেশটি।
তবে বাস্তবতা বলছে ভিন্ন কিছু। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের পর এবার উইম্বলডনেও দ্বিতীয় রাউন্ডে থেমে গেছে তাঁর যাত্রা। রাদুকানু কি তবে এক টুর্নামেন্টের চমক? নাকি তাঁর উত্থান-পতনের পেছনে রয়েছে অন্য গল্প।
নারীদের টেনিস সব সময়ই অনিশ্চয়তায় ঘেরা। এই মঞ্চের রানি বদলাতেও সময় লাগে না। বেশির ভাগ সময়েই বিজয়ীরা আসেন চমক হয়ে। এক-দুটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সাফল্য পেয়ে এরপর সেটি আর ধরে রাখতে পারেন না। লম্বা সময় ধরে এই ছবিই দেখা যাচ্ছে। সেরেনা উইলিয়ামস-যুগ শেষ হওয়ার পর গত কয়েক বছরে ধারাবাহিক হওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন নাওমি ওসাকা ও অ্যাশলে বার্টি। মানসিক অবসাদে ভোগা ওসাকা আড়ালে চলে গিয়েছেন ছন্দ হারিয়ে। আর বার্টি তো টেনিসকে অবেলায় বিদায়ই বলে দিয়েছেন। দুবারের ফ্রেঞ্চ ওপেন জয়ী ও এই শতকে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়া ইগা সিয়াতেকও আছেন আলোচনায়। তবে মাটির কোর্টের বাইরে এখনো নিজেকে প্রমাণ করা বাকি সিয়াতেকের। গত কিছুদিনে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে রাদুকানুকে নিয়েও মাতামাতি ছিল চোখে পড়ার মতো। তবে যত গর্জে তত বর্ষেনি। টানা তিনটি গ্র্যান্ড স্লামে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে।
রাদুকানুর ব্যর্থতার বড় একটি কারণ হিসেবে সামনে আসছে চোট। গতবারের উইম্বলডনের ঝলক দেখালেও চোট নিয়ে বেশি দূর এগোতে পারেননি। এরপর রেকর্ড বই তছনছ করে জিতেছেন ইউএস ওপেন। যখন আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা, তখন থেকেই ছন্দহীনতা আর চোট নিয়ে ভুগছেন এই ব্রিটিশ তরুণী। উইম্বলডনে ব্যর্থতার পর সামনে আসছে তাঁর মাংসপেশির টানের প্রসঙ্গ। এই চোটে ঠিকঠাক প্রস্তুতি নিতে না পারাতেই নাকি রাদুকানুর এমন হার। সে সঙ্গে এসেছে চাপ নিতে না পারার প্রসঙ্গও।
ক্যারোলিন গার্সিয়ার কাছে সরাসরি ৬-৩, ৬-৩ গেমে উড়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে চাপের কাছে হেরে গেলেন কি না জানতে চাওয়া হয়েছিল রাদুকানুর কাছে। উত্তরে তিনি বলেছেন, ‘কোনো চাপ নেই। কেন চাপ থাকবে? আমার বয়স ১৯। আর আক্ষরিক অর্থেই একটি গ্র্যান্ড স্লাম জিতেছি।’
চোট কিংবা প্রস্তুতির ঘাটতি—কারণ যা-ই হোক, রাদুকানুর সামনের পথটা বেশ কঠিন। টেনিস বিশ্বে দাপট দেখাতে হলে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে তাঁকে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
১ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
১ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
১ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
১ দিন আগে