কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকায় এক যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। তাঁর বিরুদ্ধে ঘরে আগুন দেওয়াসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আনোয়ার নামের ওই যুবকের ভয়ে নির্ঘুম রাত কাটে শতাধিক পরিবারের। জানমাল রক্ষায় রাত জেগে পাহারা দিতে হয়। আনোয়ার মাস তিনেক আগে জেল থেকে জামিনে বের হয়ে আবারও নানা অপকর্ম করে আসছে বলে অভিযোগ গ্রামবাসীর। তিনি উত্তর চেঁচরী গ্রামের বাসিন্দা।
গ্রামবাসী অভিযোগ করেন, আনোয়ার দীর্ঘদিন ধরে গ্রামের হাঁস, মুরগি, গরু, ছাগলসহ মানুষের ঘরে চুরি করে আসছিলেন। গত বছর চুরি ও কুঁড়েঘরে আগুন দেওয়ার অভিযোগে তাকে আটক করে পুলিশ। এই অভিযোগে দায়ের মামলায় ১৩ মাস কারাভোগ করে আনোয়ার। তখন গ্রামে স্বস্তি ফিরে আসে। তবে মাস তিনেক আগে জামিনে বের হন আনোয়ার। এরপর থেকে আবার গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে গেছে। প্রতি রাতেই গ্রামের কোনো না কোনো ঘরে চুরির ঘটনা ঘটছে। কেউ প্রতিবাদ করলে তার ঘরে আগুন দেন।
গত ২৩ নভেম্বর উত্তর চেঁচরী গ্রামের জালাল মীরার ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আনোয়ার জড়িত বলে দাবি ওই পরিবারের। ঘটনার দুদিন পর আরেকটি চুরির ঘটনায় আনোয়ারকে স্থানীয়রা হাতেনাতে ধরলে অপকর্মের কথা স্বীকার করেন তিনি। এ সময় তাঁর কাছ থেকে জালাল মীরার ঘর থেকে নেওয়া মালামাল উদ্ধার করা হয়।
সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন বলেন, ‘গ্রামের জালাল মীরের দুই ভাই সৌদি আরব থাকেন। গত মাসে জালালের মা ওমরাহ পালনের জন্য ছেলেদের কাছে সৌদিতে যান। এ সময় জালাল বাড়িতে একা থাকতেন। বিকেলে তিনি ঘর তালাবদ্ধ করে বাইরে গেলে সেই সুযোগে আনোয়ার ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটপাট করে ঘরে আগুন লাগিয়ে দেন।
ইউপি সদস্য শাহিন খান বলেন, ‘আমার এলাকায় আনোয়ার হোসেন নামের এক যুবক রয়েছে। চুরির অভিযোগে তিনি ২-৩ বার জেল-হাজতে ছিলেন।’
অভিযুক্ত যুবক আনোয়ার হোসেন দিনে আত্মগোপনে থাকেন। এ কারণে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী বলেন, ‘ওই এলাকায় চোর ধরা হয়েছিল এই বিষয়ে জানা নেই। এ ছাড়া ওই এলাকায় একটি ঘর পুড়েছে এবং ফায়ার সার্ভিস যে রিপোর্ট দিয়েছে আমরা সেই আলোকে জিডি করে রেখেছি। ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত সেই পরিবারের লোকজন আসছিল। তার মা গেছেন ওমরা পালন করতে, এখনো আসেননি। ঘরে কী কী ছিল, তাঁরা বিস্তারিত বলতে পারেননি। তাদের মা আসলে লিখিত দেবেন।’
কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকায় এক যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। তাঁর বিরুদ্ধে ঘরে আগুন দেওয়াসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আনোয়ার নামের ওই যুবকের ভয়ে নির্ঘুম রাত কাটে শতাধিক পরিবারের। জানমাল রক্ষায় রাত জেগে পাহারা দিতে হয়। আনোয়ার মাস তিনেক আগে জেল থেকে জামিনে বের হয়ে আবারও নানা অপকর্ম করে আসছে বলে অভিযোগ গ্রামবাসীর। তিনি উত্তর চেঁচরী গ্রামের বাসিন্দা।
গ্রামবাসী অভিযোগ করেন, আনোয়ার দীর্ঘদিন ধরে গ্রামের হাঁস, মুরগি, গরু, ছাগলসহ মানুষের ঘরে চুরি করে আসছিলেন। গত বছর চুরি ও কুঁড়েঘরে আগুন দেওয়ার অভিযোগে তাকে আটক করে পুলিশ। এই অভিযোগে দায়ের মামলায় ১৩ মাস কারাভোগ করে আনোয়ার। তখন গ্রামে স্বস্তি ফিরে আসে। তবে মাস তিনেক আগে জামিনে বের হন আনোয়ার। এরপর থেকে আবার গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে গেছে। প্রতি রাতেই গ্রামের কোনো না কোনো ঘরে চুরির ঘটনা ঘটছে। কেউ প্রতিবাদ করলে তার ঘরে আগুন দেন।
গত ২৩ নভেম্বর উত্তর চেঁচরী গ্রামের জালাল মীরার ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আনোয়ার জড়িত বলে দাবি ওই পরিবারের। ঘটনার দুদিন পর আরেকটি চুরির ঘটনায় আনোয়ারকে স্থানীয়রা হাতেনাতে ধরলে অপকর্মের কথা স্বীকার করেন তিনি। এ সময় তাঁর কাছ থেকে জালাল মীরার ঘর থেকে নেওয়া মালামাল উদ্ধার করা হয়।
সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন বলেন, ‘গ্রামের জালাল মীরের দুই ভাই সৌদি আরব থাকেন। গত মাসে জালালের মা ওমরাহ পালনের জন্য ছেলেদের কাছে সৌদিতে যান। এ সময় জালাল বাড়িতে একা থাকতেন। বিকেলে তিনি ঘর তালাবদ্ধ করে বাইরে গেলে সেই সুযোগে আনোয়ার ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটপাট করে ঘরে আগুন লাগিয়ে দেন।
ইউপি সদস্য শাহিন খান বলেন, ‘আমার এলাকায় আনোয়ার হোসেন নামের এক যুবক রয়েছে। চুরির অভিযোগে তিনি ২-৩ বার জেল-হাজতে ছিলেন।’
অভিযুক্ত যুবক আনোয়ার হোসেন দিনে আত্মগোপনে থাকেন। এ কারণে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী বলেন, ‘ওই এলাকায় চোর ধরা হয়েছিল এই বিষয়ে জানা নেই। এ ছাড়া ওই এলাকায় একটি ঘর পুড়েছে এবং ফায়ার সার্ভিস যে রিপোর্ট দিয়েছে আমরা সেই আলোকে জিডি করে রেখেছি। ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত সেই পরিবারের লোকজন আসছিল। তার মা গেছেন ওমরা পালন করতে, এখনো আসেননি। ঘরে কী কী ছিল, তাঁরা বিস্তারিত বলতে পারেননি। তাদের মা আসলে লিখিত দেবেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে