জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুরের অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০৭: ৪৬
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২: ৩৩

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের দোকান ও বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গতকাল রোববার সকালে উপজেলার হর্নিদূর্গাপুর গ্রামের মদিনা বাজারে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

হামলার শিকার ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, হর্নিদূর্গাপুর গ্রামের আজিজুর রহমান ও একই এলাকার আবদুছ ছাত্তার মজুমদারের সঙ্গে জমির ভোগ-দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সকালে একদল অস্ত্রধারী অতর্কিত মদিনা বাজারে থাকা আজিজুর রহমানের দোকান ও ঘরের দেয়াল ভেঙে ওই স্থানে নতুন টিনের বেড়া দিয়ে রাখেন।

এতে বাধা দিতে গেলে তাঁরা আজিজের বসত ঘরেও হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় আজিজুর রহমান জীবন রক্ষার্থে বসত ঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান নেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

ভুক্তভোগী আজিজুর রহমান বলেন, ‘সকালে ভাড়াটিয়া একদল সন্ত্রাসী এসে মদিনা বাজারে থাকা আমার ১৩টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ঘটনার সঙ্গে সঙ্গেই আমি থানার ওসিকে মুঠোফোনে জানাই।

অপরদিকে অভিযুক্ত আবদুছ ছাত্তারকে এলাকায় পাওয়া না গেলে তাঁর চাচাতো ভাই মো. গফুর মজুমদার বলেন, বায়না সূত্রে ওই জায়গায় থাকা দোকানের মালিকানা নিয়ে সৃষ্ট বিরোধ রয়েছে দুপক্ষের মধ্যে।

এদিকে আজিজুর রহমান ভোগদখলীয় জায়গা জোরপূর্বক দখল করার আশঙ্কায় ১০ জানুয়ারি বাদী হয়ে আবদুছ ছাত্তার মজুমদারকে প্রধান অভিযুক্ত করে ৩ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনার স্থান পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত