Ajker Patrika

দুই উপজেলায় ৯৮৫ প্রার্থী র মনোনয়নপত্র দাখিল

বরুড়া ও দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৪: ১৯
দুই উপজেলায় ৯৮৫ প্রার্থী র মনোনয়নপত্র দাখিল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দাউদকান্দি ও বরুড়া উপজেলায় ৯৮৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষদিনে প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন ৷ আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরুড়া উপজেলায় চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে মোট ৫৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলার ১৫টি ইউপির মধ্যে ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে আগানগর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন; ভবানীপুরে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন; খোশবাসে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন; ঝলমে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন; চিতড্ডায় চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন; আড্ডায় চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন; আদ্রায় চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৯ জন; পয়ালগাছায় চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন এবং লক্ষ্মীপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দাউদকান্দির ১২ ইউপিতে ৪৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষদিন হিসেবে ১২টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৮০ জন প্রার্থী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত