বেতন দেখার আগেই লাশ হয়ে ফিরলেন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৩: ০১

সৌদি আরবে কাজ করতে গিয়ে মারা যাওয়ার প্রায় সাড়ে পাঁচ মাস পর ঠাকুরগাঁওয়ের এক যুবকের লাশ পেয়েছেন স্বজনেরা। গতকাল বুধবার সকালে তাঁর লাশবাহী গাড়ি বাড়িতে এসে পৌঁছেছে।

মারা যাওয়া যুবকের নাম  আনোয়ার হোসেন (৩২)। তিনি হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামের মৃত সইদুল ইসলামের ছেলে। গতকাল দুপুরে জানাজা শেষে ভাতুরিয়া দক্ষিণপাড়া সইদিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

স্বজনেরা জানান, সৌদিতে গিয়ে এক মাসের মাথায় গত ৩০ জুলাই ঘুমের মধ্যে আনোয়ারের মৃত্যু হয়। এ খবর দেশের বাড়িতে তাঁর স্ত্রী ও স্বজনেরা জানতে পারেন দুই দিন পর। এরপর তাঁর বড় ভাই জয়নাল আবেদিন লাশ দেশে আনতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে মন্ত্রণালয়ের পদক্ষেপ, প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতেই কেটে যায় প্রায় সাড়ে পাঁচ মাস।

বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, আনোয়ারের স্ত্রী এবং আট বছর ও তিন মাস বয়সী দুটি সন্তান রয়েছে। তিনি জীবিকার তাগিদে ছয় লাখ টাকা খরচ করে বিদেশে পাড়ি দিয়েছিলেন। তবে সেখানে এক মাস কাজ করলেও প্রথম বেতনের টাকা তোলার সুযোগ পাননি।

জয়নাল আবেদিন বলেন, ‘ভাইয়ের লাশ দেশে আনতে পেরেছি, দাফন করেছি কবরস্থানে। আর কোনো কিছু চাওয়ার নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত