নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইসহাক ওরফে সাগর। পরিচিতজনদের কাছে একজন নৃত্যশিল্পী। চট্টগ্রাম শহরের পাড়ামহল্লায় বিভিন্ন অনুষ্ঠানে নাচের পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশাচালক হিসেবে সবার কাছে পরিচিত তিনি। তবে এর বাইরেও তাঁর আরেক পরিচয় রয়েছে। সেটি হলো সংবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্যও তিনি।
গোয়েন্দা পুলিশ বলছে, এ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রিকশা চালানো, পুরোনো কাপড় ফেরি করে বিক্রি করাসহ নানা কাজের আড়ালে চুরি করে আসছিল।
দীর্ঘদিন ধরে নৃত্যশিল্পী পরিচয়ের ছদ্মবেশে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি করতেন সাগর ও তাঁর দলের সদস্যরা। গত ১৭ অক্টোবর রাজধানীর বংশালের মাদ্রাসা মার্কেটের একটি দোকানের তালা কেটে চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এ চোর চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
গত রোববার রাজধানীর মাতুয়াইল, ডেমরা, নারায়ণগঞ্জ এবং কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির লালবাগ বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রের মূল হোতা মো. বাবু, তাঁর সহযোগী আলমগীর হোসেন মালু, রুবেল এবং ইসহাক ওরফে সাগর।
পরে তাঁদের দেওয়া তথ্যে ১৫টি মোবাইল ফোন, দুটি তালা কাটার, চারটি তালা, ১০টি চাবি, নাট-বল্টু ও ৭৮ হাজার টাকাসহ অন্য সরঞ্জাম জব্দ করা হয়।
গতকাল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান। তিনি জানান, চক্রটি চুরির সাত দিন আগে টার্গেট করা দোকান রেকি করে। আর চুরির তিন দিন আগে গ্রুপের এক সদস্যকে পাঠানো হয় টার্গেট করা দোকানটি পর্যবেক্ষণে। ঘটনার দিন চক্রের সাত-আটজন চুরিতে সরাসরি অংশগ্রহণ করে।
ডিসি মশিউর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইসহাক ওরফে সাগর। পরিচিতজনদের কাছে একজন নৃত্যশিল্পী। চট্টগ্রাম শহরের পাড়ামহল্লায় বিভিন্ন অনুষ্ঠানে নাচের পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশাচালক হিসেবে সবার কাছে পরিচিত তিনি। তবে এর বাইরেও তাঁর আরেক পরিচয় রয়েছে। সেটি হলো সংবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্যও তিনি।
গোয়েন্দা পুলিশ বলছে, এ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রিকশা চালানো, পুরোনো কাপড় ফেরি করে বিক্রি করাসহ নানা কাজের আড়ালে চুরি করে আসছিল।
দীর্ঘদিন ধরে নৃত্যশিল্পী পরিচয়ের ছদ্মবেশে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি করতেন সাগর ও তাঁর দলের সদস্যরা। গত ১৭ অক্টোবর রাজধানীর বংশালের মাদ্রাসা মার্কেটের একটি দোকানের তালা কেটে চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এ চোর চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
গত রোববার রাজধানীর মাতুয়াইল, ডেমরা, নারায়ণগঞ্জ এবং কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির লালবাগ বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রের মূল হোতা মো. বাবু, তাঁর সহযোগী আলমগীর হোসেন মালু, রুবেল এবং ইসহাক ওরফে সাগর।
পরে তাঁদের দেওয়া তথ্যে ১৫টি মোবাইল ফোন, দুটি তালা কাটার, চারটি তালা, ১০টি চাবি, নাট-বল্টু ও ৭৮ হাজার টাকাসহ অন্য সরঞ্জাম জব্দ করা হয়।
গতকাল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান। তিনি জানান, চক্রটি চুরির সাত দিন আগে টার্গেট করা দোকান রেকি করে। আর চুরির তিন দিন আগে গ্রুপের এক সদস্যকে পাঠানো হয় টার্গেট করা দোকানটি পর্যবেক্ষণে। ঘটনার দিন চক্রের সাত-আটজন চুরিতে সরাসরি অংশগ্রহণ করে।
ডিসি মশিউর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে