আজকের পত্রিকা: এমটিবি এজেন্ট ব্যাংকিংয়ের বর্তমান প্রবৃদ্ধি মূল্যায়ন করুন।
মদন মোহন কর্মকার: এমটিবি ২০১৬ সাল থেকে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এ পর্যন্ত এজেন্ট আউটলেট ২০২টি। আমাদের গ্রাহক এক লাখ ছাড়িয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটিকে একটি সাব ব্রাঞ্চ হিসেবে গড়ে তোলা, যাতে গ্রাহক এখানে এসে ব্যাংকের পূর্ণ সেবার আমেজটা পেতে পারে। এজন্য আমরা প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে গুণগত মান বজায় রাখার চেষ্টা করেছি।
আজকের পত্রিকা: আপনাদের আমানত সংগ্রহের পরিস্থিতি কেমন?
মদন মোহন কর্মকার: এ পর্যন্ত প্রায় ৩২৭ কোটি টাকার আমানত সংগ্রহ করেছি। আমরা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে গ্রাম ও শহরের অনুপাত বজায় রেখে আউটলেট অনুমোদন দিয়েছি। এক্ষেত্রে গ্রামের দিকে বেশি ফোকাস করেছি। ব্যাংকিং সেবাটা যেন গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানো যায় সেটাই আমাদের লক্ষ্য। আমাদের গ্রাহকদের মধ্যে ৪৫ শতাংশ নারী আর বাকি ৫৫ শতাংশ পুরুষ গ্রাহক।
আজকের পত্রিকা: আপনাদের এজেন্ট ব্যাংকিংয়ে কী কী সেবা পায় গ্রাহক?
মদন মোহন কর্মকার: একজন গ্রাহক যখন এমটিবির এজেন্ট ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলে, তখন সে আমাদের কোর ব্যাংকিংয়ের সব সেবাই পায়। মানে সে মতিঝিল বা গুলশানের কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলে যেসব সেবা পাবে, ঠিক একই সেবা পাবে এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে। সব ধরনের লেনদেন করতে পারবে। এ ক্ষেত্রে আধুনিক অনলাইন সেবা দিয়ে থাকে এমটিবি।
আজকের পত্রিকা: এজেন্টদের জন্য কী সুযোগ-সুবিধা রেখেছেন?
মদন মোহন কর্মকার: এজেন্টের দিক থেকে এটা একটা ব্যবসা। তারা আমাদের পক্ষ থেকে একজন সার্বক্ষণিক কর্মকর্তা পাচ্ছে। এর ফলে সন্ত্রাসী কার্যক্রমে লেনদেনসহ যেসব ইস্যু রয়েছে, সেগুলোর ব্যাপারে সর্বদা সতর্কতা অবলম্বন করা যায়। এছাড়া আমাদের কর্মকর্তা ব্যাংকিং প্রোডাক্ট সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। আর্থিকভাবে সক্ষমদের এজেন্ট হিসেবে অনুমোদন দেওয়া হয়।
আজকের পত্রিকা: এখানের ঋণদান কর্মসূচিটা কেমন?
মদন মোহন কর্মকার: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এজেন্ট সরাসরি ঋণ দিতে পারে না। এজেন্টে যেসব ঋণপ্রস্তাব আসে, সেগুলো আমরা ব্রাঞ্চের মাধ্যমে করে থাকি। এজেন্টের মাধ্যমে ঋণ খুব বেশি না হলেও যেটুকু দিয়েছি, সব নীতিমালা মেনেই দিয়েছি।
আজকের পত্রিকা: আপনাদের মুনাফা কেমন হচ্ছে?
মদন মোহন কর্মকার: কোনো কোনো ব্যাংক এটাকে লাভের চেয়ে সম্প্রসারণের দিকেই বেশি মনোযোগী। কোনো কোনো ব্যাংক চায় মুনাফা। আমরা মুনাফায় চলে গেছি। এর মাধ্যমে বিরাট একটা গ্রাহক ভিত্তি তৈরি হয়েছে।
মদন মোহন কর্মকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং, এমটিবি
আজকের পত্রিকা: এমটিবি এজেন্ট ব্যাংকিংয়ের বর্তমান প্রবৃদ্ধি মূল্যায়ন করুন।
মদন মোহন কর্মকার: এমটিবি ২০১৬ সাল থেকে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এ পর্যন্ত এজেন্ট আউটলেট ২০২টি। আমাদের গ্রাহক এক লাখ ছাড়িয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটিকে একটি সাব ব্রাঞ্চ হিসেবে গড়ে তোলা, যাতে গ্রাহক এখানে এসে ব্যাংকের পূর্ণ সেবার আমেজটা পেতে পারে। এজন্য আমরা প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে গুণগত মান বজায় রাখার চেষ্টা করেছি।
আজকের পত্রিকা: আপনাদের আমানত সংগ্রহের পরিস্থিতি কেমন?
মদন মোহন কর্মকার: এ পর্যন্ত প্রায় ৩২৭ কোটি টাকার আমানত সংগ্রহ করেছি। আমরা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে গ্রাম ও শহরের অনুপাত বজায় রেখে আউটলেট অনুমোদন দিয়েছি। এক্ষেত্রে গ্রামের দিকে বেশি ফোকাস করেছি। ব্যাংকিং সেবাটা যেন গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানো যায় সেটাই আমাদের লক্ষ্য। আমাদের গ্রাহকদের মধ্যে ৪৫ শতাংশ নারী আর বাকি ৫৫ শতাংশ পুরুষ গ্রাহক।
আজকের পত্রিকা: আপনাদের এজেন্ট ব্যাংকিংয়ে কী কী সেবা পায় গ্রাহক?
মদন মোহন কর্মকার: একজন গ্রাহক যখন এমটিবির এজেন্ট ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলে, তখন সে আমাদের কোর ব্যাংকিংয়ের সব সেবাই পায়। মানে সে মতিঝিল বা গুলশানের কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলে যেসব সেবা পাবে, ঠিক একই সেবা পাবে এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে। সব ধরনের লেনদেন করতে পারবে। এ ক্ষেত্রে আধুনিক অনলাইন সেবা দিয়ে থাকে এমটিবি।
আজকের পত্রিকা: এজেন্টদের জন্য কী সুযোগ-সুবিধা রেখেছেন?
মদন মোহন কর্মকার: এজেন্টের দিক থেকে এটা একটা ব্যবসা। তারা আমাদের পক্ষ থেকে একজন সার্বক্ষণিক কর্মকর্তা পাচ্ছে। এর ফলে সন্ত্রাসী কার্যক্রমে লেনদেনসহ যেসব ইস্যু রয়েছে, সেগুলোর ব্যাপারে সর্বদা সতর্কতা অবলম্বন করা যায়। এছাড়া আমাদের কর্মকর্তা ব্যাংকিং প্রোডাক্ট সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। আর্থিকভাবে সক্ষমদের এজেন্ট হিসেবে অনুমোদন দেওয়া হয়।
আজকের পত্রিকা: এখানের ঋণদান কর্মসূচিটা কেমন?
মদন মোহন কর্মকার: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এজেন্ট সরাসরি ঋণ দিতে পারে না। এজেন্টে যেসব ঋণপ্রস্তাব আসে, সেগুলো আমরা ব্রাঞ্চের মাধ্যমে করে থাকি। এজেন্টের মাধ্যমে ঋণ খুব বেশি না হলেও যেটুকু দিয়েছি, সব নীতিমালা মেনেই দিয়েছি।
আজকের পত্রিকা: আপনাদের মুনাফা কেমন হচ্ছে?
মদন মোহন কর্মকার: কোনো কোনো ব্যাংক এটাকে লাভের চেয়ে সম্প্রসারণের দিকেই বেশি মনোযোগী। কোনো কোনো ব্যাংক চায় মুনাফা। আমরা মুনাফায় চলে গেছি। এর মাধ্যমে বিরাট একটা গ্রাহক ভিত্তি তৈরি হয়েছে।
মদন মোহন কর্মকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং, এমটিবি
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে