বিনোদন প্রতিবেদক, ঢাকা
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে ‘প্রিয় সত্যজিৎ’ নামের সিনেমা বানিয়েছেন প্রসূন রহমান। বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হওয়া সিনেমাটি দেশে মুক্তির অপেক্ষায় আছে। তার আগেই নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রসূন রহমান। নাম ‘শেকড়’। গতকাল সত্যজিৎ রায়ের জন্মদিনে রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজন করে ঘোষণা দেওয়া হয় নতুন এই সিনেমার।
শেকড় সিনেমায় বড় পর্দায় প্রথমবার জুটি হয়ে অভিনয় করবেন এফ এস নাঈম ও আইশা খান। ২০১০ সালে ‘জাগো’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নাঈমের। এরপর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন এ অভিনেতা। বছর দুয়েক আগে রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জুটি বেঁধে ‘জলে জ্বলে তারা’ সিনেমায় অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটি।
অন্যদিকে ২০১৮ সালে ‘আহত ফুলের গল্প’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আইশা খানের। এরপর টেলিভিশন ও ওটিটিতে কাজ করলেও সিনেমায় অভিনয় করেননি তিনি।
নতুন এ সিনেমা নিয়ে নাঈম বলেন, ‘ভালো অভিনেতা হওয়ার চেষ্টায় আছি। প্রতিটি ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছি। শেকড় তেমনই একটি কাজ। অনেক মানুষের মনের কথা ফুটে উঠবে আমার চরিত্রটির মাধ্যমে। দর্শক নিজের সঙ্গে রিলেট করতে পারবে এমন একটি চরিত্র এটি।’
আইশা খান বলেন, ‘অনেক দিন পর সিনেমায় যুক্ত হলাম। দেড় মাস আগে গল্প শোনার পর সিনেমাটি না করার কোনো কারণ খুঁজে পাইনি। আমার কাছে মনে হয় গল্পই আসল। সেটা যেকোনো মাধ্যমে হতে পারে। এই সিনেমার গল্পটাই আমাকে বড় পর্দায় ফেরার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। পরিবারের সবাই মিলে হলে বসে দেখার মতো সিনেমা এটি।’
নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘আমাদের দেশের প্রায় প্রতিটি পরিবারের কেউ কেউ না দেশের বাইরে থাকে। আপনজনদের ফেলে যাওয়া সেই মানুষের গল্প বলা হবে সিনেমায়। শেকড় একটি মানবিক প্রেমের গল্প।’
নির্মাতা জানান, আন্তর্জাতিক অভিবাসনপ্রক্রিয়ায় বাংলাদেশ থেকে উন্নত দেশে স্থানান্তরিত হয় অনেকে। তেমন একজন অভিবাসীর চোখে দেখা বর্তমানের বাংলাদেশ এবং তার শেকড়ের খোঁজে ফিরে দেখার গল্পে সাজানো হয়েছে সিনেমার চিত্রনাট্য। সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। প্রযোজনা করছে ইমেশন ক্রিয়েটর।
আরও অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজিব, নাইরুজ সিফাত, নাফিস আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া, হামিদুর রহমান প্রমুখ।
৪ মে থেকে ঢাকায় শুরু হবে শেকড়ের শুটিং। এরপর গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায় ৩টি ধাপে হবে শুটিং। আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে ‘প্রিয় সত্যজিৎ’ নামের সিনেমা বানিয়েছেন প্রসূন রহমান। বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হওয়া সিনেমাটি দেশে মুক্তির অপেক্ষায় আছে। তার আগেই নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রসূন রহমান। নাম ‘শেকড়’। গতকাল সত্যজিৎ রায়ের জন্মদিনে রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজন করে ঘোষণা দেওয়া হয় নতুন এই সিনেমার।
শেকড় সিনেমায় বড় পর্দায় প্রথমবার জুটি হয়ে অভিনয় করবেন এফ এস নাঈম ও আইশা খান। ২০১০ সালে ‘জাগো’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নাঈমের। এরপর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন এ অভিনেতা। বছর দুয়েক আগে রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জুটি বেঁধে ‘জলে জ্বলে তারা’ সিনেমায় অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটি।
অন্যদিকে ২০১৮ সালে ‘আহত ফুলের গল্প’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আইশা খানের। এরপর টেলিভিশন ও ওটিটিতে কাজ করলেও সিনেমায় অভিনয় করেননি তিনি।
নতুন এ সিনেমা নিয়ে নাঈম বলেন, ‘ভালো অভিনেতা হওয়ার চেষ্টায় আছি। প্রতিটি ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছি। শেকড় তেমনই একটি কাজ। অনেক মানুষের মনের কথা ফুটে উঠবে আমার চরিত্রটির মাধ্যমে। দর্শক নিজের সঙ্গে রিলেট করতে পারবে এমন একটি চরিত্র এটি।’
আইশা খান বলেন, ‘অনেক দিন পর সিনেমায় যুক্ত হলাম। দেড় মাস আগে গল্প শোনার পর সিনেমাটি না করার কোনো কারণ খুঁজে পাইনি। আমার কাছে মনে হয় গল্পই আসল। সেটা যেকোনো মাধ্যমে হতে পারে। এই সিনেমার গল্পটাই আমাকে বড় পর্দায় ফেরার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। পরিবারের সবাই মিলে হলে বসে দেখার মতো সিনেমা এটি।’
নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘আমাদের দেশের প্রায় প্রতিটি পরিবারের কেউ কেউ না দেশের বাইরে থাকে। আপনজনদের ফেলে যাওয়া সেই মানুষের গল্প বলা হবে সিনেমায়। শেকড় একটি মানবিক প্রেমের গল্প।’
নির্মাতা জানান, আন্তর্জাতিক অভিবাসনপ্রক্রিয়ায় বাংলাদেশ থেকে উন্নত দেশে স্থানান্তরিত হয় অনেকে। তেমন একজন অভিবাসীর চোখে দেখা বর্তমানের বাংলাদেশ এবং তার শেকড়ের খোঁজে ফিরে দেখার গল্পে সাজানো হয়েছে সিনেমার চিত্রনাট্য। সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। প্রযোজনা করছে ইমেশন ক্রিয়েটর।
আরও অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজিব, নাইরুজ সিফাত, নাফিস আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া, হামিদুর রহমান প্রমুখ।
৪ মে থেকে ঢাকায় শুরু হবে শেকড়ের শুটিং। এরপর গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায় ৩টি ধাপে হবে শুটিং। আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে