এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৮: ২৩

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

⊲ কল্কি ২৮৯৮ এডি (তেলুগু সিনেমা)
অভিনয়: অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন।
মুক্তি: ২২ আগস্ট, নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য দিয়ে শুরু হয় সিনেমা। এরপর গল্প চলে যায় ২৮৯৮ খ্রিষ্টাব্দে। ওই সময়ের রুক্ষ-শুষ্ক শহর কাশী এই সিনেমার পটভূমি; যেখানে স্বঘোষিত ঈশ্বর রাজা সুপ্রিম ইয়াসকিন একটি অত্যাধুনিক কমপ্লেক্সে থাকেন। রাজা সুপ্রিম এক নতুন পৃথিবী তৈরি করতে চান, যেখানে বিজ্ঞান ও পুরাণ মিলেমিশে একাকার। মানুষ ও রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে উঠেছে নতুন সভ্যতা। কমপ্লেক্সের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির গর্ভে আসে সন্তান। এই সন্তানকে বাঁচিয়ে রাখতে লড়াই হয় অশ্বত্থামা ও ভৈরবের মধ্যে।
 
⊲ রায়ান (তামিল সিনেমা)
অভিনয়: ধানুশ, কিষান, কালিদাস জয়রাম, এস জে সূর্য, দুশারা বিজয়ন, অপর্ণা বালামুরালি
মুক্তি: ২৩ আগস্ট, আমাজন প্রাইম
গল্পসংক্ষেপ: সিনেমার গল্প তৈরি হয়েছে গ্যাংস্টারদের লড়াই নিয়ে। উত্তর চেন্নাইয়ে ফাস্ট ফুডের দোকান চালায় তিন ভাই। একদিন এক বিবাদে জড়িয়ে পড়ে তারা। আঘাত আসে ব্যবসায়। নিজেদের ব্যবসা আর অস্তিত্ব বাঁচাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সাক্ষাৎ হয় একদল গ্যাংস্টারের সঙ্গে। তিন ভাই কীভাবে গ্যাংস্টারদের সঙ্গে জড়িয়ে পড়ে, নানা সমস্যার সমাধান করে, তা নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।
 
⊲ দ্য ফ্রগ (কোরিয়ান ড্রামা সিরিজ)
অভিনয়: কিম ইয়ুন-শিয়োক, ইয়ুন কি-সাঙ, গো মিন-সি
মুক্তি: ২৩ আগস্ট, নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: পাহাড় আর লেক দিয়ে ঘেরা মনোরম একটি মোটেল। প্রকৃতিপ্রেমী মানুষেরা এখানে বেড়াতে আসে। প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করে, আবার চলেও যায়। মোটেলের মালিক শান্তিপ্রিয় একজন মানুষ। সেই মোটেলে একদিন অতিথি হয়ে আসে রহস্যময় এক নারী। এক সন্ধ্যায় ডিনারে মোটেলমালিককে প্রস্তাব দেয়, মোটেলটি তার কাছে বিক্রি করে দিতে। রাজি হয় না মোটেলমালিক। সেই মোটেলে আগমন ঘটে আরও কিছু রহস্যময় চরিত্রের। শুরু হয় সংঘর্ষ, গোলাগুলি, খুন।
 
⊲ অ্যাংরি ইয়ং ম্যান (হিন্দি ডকু সিরিজ)
মুক্তি: ২৩ আগস্ট, আমাজন প্রাইম
গল্পসংক্ষেপ: চিত্রনাট্যকার সেলিম খান ও জাভেদ আখতারের অসাধারণ ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে তিন পর্বের এই তথ্যচিত্রমূলক সিরিজটি। ১৯৭০-এর দশকে হিন্দি সিনেমায় তাঁদের প্রভাব এবং তাঁদের মেধার ছোঁয়ায় যেভাবে পরিবর্তন এল সিনেমায়, তা-ই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। এতে থাকছে অমিতাভ বচ্চন, সালমান খান ও জয়া বচ্চনের মতো বলিউড আইকনদের সাক্ষাৎকার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত