নানিয়ারচরে প্রশিক্ষণের মৌখিক পরীক্ষা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০৫: ২৩
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ১৯

রাঙামাটির নানিয়ারচরে মহিলাবিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিতে আবেদনের সাড়া পড়েছে। নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আগামী বছরের থেকে ৩ মাস ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ১২৬ জন আবেদন করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণকারীদের যাচাই-বাছাইয়ের জন্য মৌখিক পরীক্ষা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলি রহমান তিন্নি। এতে উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্মকর্তা ধীমান চাকমা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আজিজুল ইসলাম।

ফ্যাশন ডিজাইন (সেলাই), ক্রিস্টাল শো-পিস ও ডেকোরেটেড ক্যান্ডেল মেকিং (মোমবাতি) বিষয়ে ২টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে প্রতি ট্রেডে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণ নেবেন। এ জন্য যাতায়াত খরচ বাবদ নির্দিষ্ট আর্থিক সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত