বিনোদন প্রতিবেদক, ঢাকা
এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর উল্লেখযোগ্য নাট্যোৎসবগুলোর অন্যতম ভারতের দিল্লির রাষ্ট্রীয় নাট্যশিক্ষায়তন ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘ভারত রঙ্গ মহোৎসব’। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে উৎসবের ২৩তম আসর। এতে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’।
ভারতের কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ২১ ফেব্রুয়াারি দিল্লি এবং ভারতের আরও ১৩টি শহরে। ‘২৩তম ভারত রঙ্গ মহোৎসব ২০২৪’ শিরোনামের আয়োজনে চিত্রাঙ্গদার দুটি প্রদর্শনী করবে স্বপ্নদল, প্রথমটি ১০ ফেব্রুয়ারি ওডিশার ভুবনেশ্বরে এবং দ্বিতীয়টি ১২ ফেব্রুয়ারি দিল্লির এনএসডিতে। এবারের উৎসবে সারা বিশ্বের ১১টি এবং ভারতের ৬১টি নাট্যদলকে নাট্য মঞ্চায়নের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে ‘১৭তম ভারত রঙ্গ মহোৎসব ২০১৫’-তে যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন করে প্রশংসা কুড়িয়েছিল স্বপ্নদল। নাট্যসংগঠনটির ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ‘২২তম ভারত রঙ্গ মহোৎসব ২০২২’-এ মঞ্চায়নের জন্য নির্বাচিত হয়েছিল, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে আন্তর্জাতিক দলগুলোর অংশগ্রহণ স্থগিত রাখা হয় সেবার। এবারের উৎসবে ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি মঞ্চায়নের জন্য স্বপ্নদলকে পুনরায় আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।
রবীন্দ্রনাথ ঠাকুর মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২ সালে কাব্যনাট্যরূপে এবং ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি তৈরি হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে। গবেষণাগার নাট্যরীতিতে এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
নাট্যকাহিনিতে উপস্থাপিত হয়, মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলে, অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে পেয়েও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়।
অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন—চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ? নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে পৌরাণিক কাহিনির আড়ালে এ কালের নর-নারীর মনোদৈহিক সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। প্রযোজনাটি ২০১১-এ সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ অনুদানে নির্মাণ করে স্বপ্নদল।
চিত্রাঙ্গদার বিভিন্ন চরিত্রে থাকছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, ঊষা, আলী, বিপুল, নিসর্গ, হাসান, সুকুমার, তুষার, নিশক প্রমুখ।
এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর উল্লেখযোগ্য নাট্যোৎসবগুলোর অন্যতম ভারতের দিল্লির রাষ্ট্রীয় নাট্যশিক্ষায়তন ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘ভারত রঙ্গ মহোৎসব’। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে উৎসবের ২৩তম আসর। এতে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’।
ভারতের কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ২১ ফেব্রুয়াারি দিল্লি এবং ভারতের আরও ১৩টি শহরে। ‘২৩তম ভারত রঙ্গ মহোৎসব ২০২৪’ শিরোনামের আয়োজনে চিত্রাঙ্গদার দুটি প্রদর্শনী করবে স্বপ্নদল, প্রথমটি ১০ ফেব্রুয়ারি ওডিশার ভুবনেশ্বরে এবং দ্বিতীয়টি ১২ ফেব্রুয়ারি দিল্লির এনএসডিতে। এবারের উৎসবে সারা বিশ্বের ১১টি এবং ভারতের ৬১টি নাট্যদলকে নাট্য মঞ্চায়নের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে ‘১৭তম ভারত রঙ্গ মহোৎসব ২০১৫’-তে যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন করে প্রশংসা কুড়িয়েছিল স্বপ্নদল। নাট্যসংগঠনটির ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ‘২২তম ভারত রঙ্গ মহোৎসব ২০২২’-এ মঞ্চায়নের জন্য নির্বাচিত হয়েছিল, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে আন্তর্জাতিক দলগুলোর অংশগ্রহণ স্থগিত রাখা হয় সেবার। এবারের উৎসবে ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি মঞ্চায়নের জন্য স্বপ্নদলকে পুনরায় আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।
রবীন্দ্রনাথ ঠাকুর মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২ সালে কাব্যনাট্যরূপে এবং ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি তৈরি হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে। গবেষণাগার নাট্যরীতিতে এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
নাট্যকাহিনিতে উপস্থাপিত হয়, মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলে, অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে পেয়েও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়।
অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন—চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ? নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে পৌরাণিক কাহিনির আড়ালে এ কালের নর-নারীর মনোদৈহিক সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। প্রযোজনাটি ২০১১-এ সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ অনুদানে নির্মাণ করে স্বপ্নদল।
চিত্রাঙ্গদার বিভিন্ন চরিত্রে থাকছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, ঊষা, আলী, বিপুল, নিসর্গ, হাসান, সুকুমার, তুষার, নিশক প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে